আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তারই মধ্যে পিচ নিয়ে প্রত্যাশা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর। বেকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডের হেড পিচ কিউরেটর জোশ মার্ডেন জানান, গৌতম গম্ভীর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট পিচ নিয়ে তাঁদের চাহিদার কথা জানিয়ে দিয়েছে। ভাল পিচ চেয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। সাউথ ইস্ট লন্ডনের বেকেনহ্যামে তারই প্রস্তুতি নিচ্ছেন শুভমন গিলরা। নিজেদের মধ্যে একটি বৈঠকের পর গম্ভীর এবং কোচিং স্টাফ মার্ডেনের সঙ্গে কথা বলেন। পিচ নিয়ে তাঁদের প্রত্যাশার কথা জানিয়ে দেন। পাটা বা সবুজে মোড়া পিচ চায় না ভারতীয় ম্যানেজমেন্ট। এমন একটি উইকেট চেয়েছেন যা তাঁদের ম্যাচ প্রস্তুতিতে সাহায্য করবে। 

মার্ডেন বলেন, 'নিজেদের মধ্যে বৈঠকের পর গৌতম গম্ভীর সহ কোচিং স্টাফ আমাদের সঙ্গে কথা বলেছে। স্পষ্ট বার্তা দিয়েছে। বলেছে, ওরা ভাল পিচ চায়। খুব পাটা বা পুরোপুরি সবুজ নয়। তবে এমন পিচ যা ম্যাচ প্রস্তুতিতে সাহায্য করবে। ওরা শুধু ব্যাটিং ড্রিল চায়নি। তাই আমরা কিছু জিনিসে পরিবর্তন আনি। সেটা ওদের পছন্দ হয়েছে।' যে পিচে ট্রেনিং করছে ভারতীয় দল, সাদা বলের ক্রিকেটে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত। লাল বলের ক্রিকেটের উপযুক্ত করে তোলার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যাতে সিমাররাও সাহায্য পায়। মার্ডেন বলেন, 'এখানকার মাটি ব্যাটিং সহায়ক। তাই ওপর থেকে দেখে উইকেট পাটা মনে হতেই পারে। সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ায় যে পিচ ব্যবহার করা হয়, তাতে আমাদের থেকে বেশি ঘাস আছে। তবে লাইন এবং লেন্থ বজায় রাখতে পারলে ব্রাউন পিচ থেকেও সাহায্য পাবে সিমাররা‌।' দু'দিনের কড়া অনুশীলনের পর বুধবার বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলকে। বৃহস্পতিবার থেকে আবার প্রস্তুতি শুরু।