আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের দায়িত্ব গ্রহণের পর থেকে সময়টা ভাল যাচ্ছে না ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় গিয়ে ৩-১-এ সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া।
শেষ আটটি টেস্ট ম্যাচের মধ্যে ৬টিতেই হার মেনেছে ভারত। এরকম চাপে আর কোনও কোচ হননি। দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন গৌতম গম্ভীর এখনও সেই পর্যায়ে পৌঁছননি যে তিনি বিরাট কোহলির ব্যাটিং টেকনিক বদলানোর পরামর্শ দেবেন। কাইফ বলছেন, ''ট্যাকটিক্যালি যে খুব ভাল, সেই সেরা কোচ। পরিস্থিতি অনুযায়ী, প্রথম একাদশ কী হবে, তা নির্বাচন করাই কোচের কাজ। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে, সেটা স্থির করাই কোচের কাজ। কোহলির ব্যাটিং সমস্যার সমাধান করার কথাও তাঁর নয়। সেই সময়েও তাঁর হাতে নেই। বস, এভাবে প্র্যাকটিস কর, তাহলে তোমার সমস্যা দূর হয়ে যাবে। গম্ভীর সেই জায়গায় পৌঁছয়নি এখনও। আরও কিছুটা সময় দরকার গম্ভীরের। কিন্তু গম্ভীর ট্যাকটিক্যালি খুব ভাল জায়গায়ও নেই। অনেকটাই পিছিয়ে রয়েছে।''
প্রথম একাদশ নির্বাচনে গম্ভীরের অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো খুঁজে পেয়েছেন কাইফ। তাঁর মতে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে রেখে প্রথম টেস্টে নামা উচিত হয়নি। কাইফ বলছেন, ''আমি গম্ভীরের সাংবাদিক বৈঠক শুনেছি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার মেনে ১৯ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল ভারত। প্রথম টেস্টে জাদেজাকে খেলানো হল না কেন? এর ব্যাখ্যা দিতে হবে গম্ভীরকে। অশ্বিনকে প্রথম টেস্টে খেলানো হয়নি। যদিও প্রথম টেস্ট আমরা জিতেছিলাম বুমরার জন্য।''
