আজকাল ওয়েবডেস্ক: টেস্টে রোহিত শর্মার উত্তরসূরির দৌড়ে প্রথম দাবিদার ছিলেন যশপ্রীত বুমরা। কিন্তু সিডনি টেস্টে চোট পাওয়ার পর থেকে দৌড়ে একটু পিছিয়ে পড়েছেন তারকা পেসার। ৪ জানুয়ারি স্ক্যানের জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছাড়ার আগে পর্যন্ত প্রায় নিশ্চিত ছিল, লাল বলের ক্রিকেটে রোহিতের পর অধিনায়ক হবেন বুমরা। কিন্তু চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকায়, তাঁকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম ভেসে আসছে শুভমন গিলের। রবিচন্দ্রন অশ্বিন, সঞ্জয় মঞ্জরেকররা বুমরাকেই চাইছেন। তাঁর চোট নিয়ে নির্বাচক মণ্ডলী চিন্তিত থাকলে, সহ অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার বার্তা দেন তাঁরা। তবে আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট অধিনায়ক কে হবে সেই নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। 

শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সস্ত্রীক পুজো দিতে দেখা যায় গৌতম গম্ভীরকে। কয়েকদিন আগে দিল্লিতে গিলের সঙ্গে বৈঠক হয় গম্ভীরের। শোনা যাচ্ছিল, বোর্ডের অনেকেই তাঁকে অধিনায়ক হিসেবে চায় না। কিন্তু বিসিসিআইয়ের প্রভাবশালী কর্তাদের সঙ্গে আলোচনা না করে কখনওই গিলের নাম প্রস্তাবিত করা হয়নি। সুতরাং, অধিনায়কের দৌড়ে বর্তমানে অনেকটাই এগিয়ে গিল। হয়তো কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তবে বিষয়টি বুমরা কেমনভাবে নেবে সেই নিয়ে প্রশ্ন থাকছে। গিলকে ম্যান ম্যানেজমেন্টে জোর দিতে হবে। সঙ্গে সক্রিয় ভূমিকা নিতে হবে গম্ভীরকে। বর্তমানে ভারতীয় টেস্ট দলে একনম্বর ম্যাচ উইনার বুমরা। অধিনায়ক বেছে নেওয়ার প্রক্রিয়ার তিনি যাতে হতাশ বা ক্ষুব্ধ না হন, সেদিকে বিশেস নজর রাখা হবে। বর্তান পরিস্থিতি অনুযায়ী, গিলকেই রোহিতের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে।