আজকাল ওয়েবডেস্ক: ‘গম্ভীর হঠাও। টিম ইন্ডিয়া বাঁচাও’। এই স্লোগান ভরে গেছে নেটদুনিয়ায়। গুয়াহাটিতে ভারতের পারফরম্যান্স দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভক্তরা।
এটা ঘটনা, গুয়াহাটি টেস্ট জয় বা ড্র তো দূর, আপাতত ফলো অন বাঁচাতে লড়ছে ভারত। এহেন পরিস্থিতিতে আবারও নেটিজেনদের সমালোচনার শিকার হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, অবিলম্বে গম্ভীরকে হঠাতে হবে।
ইডেনে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। ১২৪ রানের টার্গেটও তুলতে পারেননি যশস্বী জয়সওয়ালরা। এবার গুয়াহাটির ব্যাটিং সহায়ক পিচেও ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত।
এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের অধিকাংশ ধরেই নিয়েছেন, ইডেনের পর গুয়াহাটিতেও লজ্জার হারই কপালে জুটছে। গতবছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের মতোই ফল হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। তাই নেটদুনিয়ায় তাঁরা লিখছেন, অবিলম্বে গম্ভীরের অপসারণ চাই। কারও মতে, কেবল আইপিএল দেখে টেস্ট দল নির্বাচন করছেন গম্ভীর, ব্রাত্য থাকছেন রনজিতে ভাল পারফর্ম করা ক্রিকেটাররা। আবার কারও মতে, লজ্জা থাকলে বিসিসিআইয়ের উচিত গম্ভীরকে বরখাস্ত করা। শেষ পর্যন্ত কি ক্রিকেটপ্রেমীদের কথায় কান দেবে বোর্ড?
