আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে কি খেলবেন রোহিত শর্মা? সরাসরি এই প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে। প্রশ্ন এড়িয়ে যান ভারতের হেড কোচ। রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ল সিডনি টেস্টের আগে। অস্ট্রেলিয়া প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। কিন্তু ভারত প্রথম একাদশ জানায়নি।
রোহিত শর্মা একদমই ফর্মে নেই। কেই কেউ মনে করছেন, মেলবোর্নে ওপেন করতে নেমে দলের মনোবল ভেঙে দিয়েছেন স্বয়ং ভারত অধিনায়ক। শ্যাডো প্র্যাকটিস, ওয়ার্ম আপ এবং নিজেকে ফিট রাখতে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। কিন্তু রোহিত খেলবেন কিনা সেই প্রশ্ন জবাব দিতে চাননি গম্ভীর। পাশ কাটিয়ে গিয়ে বলেছেন, পিচ দেখে দলের প্রথম একাদশ স্থির করবেন।
সাধারণত টেস্ট শুরুর আগেরদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকেন অধিনায়ক। কিন্তু রোহিত নিজে উপস্থিত না থেকে পাঠিয়ে দেন গৌতম গম্ভীরকে। সেই প্রসঙ্গে গম্ভীর বলেন, ''সব ঠিকঠাকই আছে। রোহিতকে নিয়ে কোনও সমস্যাই নেই। হেড কোচ উপস্থিত রয়েছে। এটাই যথেষ্ট। আমি আগামিকাল উইকেটে দেখে সিদ্ধান্ত নেব।''
প্রাক্তনরা বলেছেন, অধিনায়ক না হলে এই দলে জায়গাই হতো না রোহিতের। সেই প্রসঙ্গে গম্ভীরকে প্রশ্ন করা হয়, এই দলে কি আদৌ জায়গা হবে রোহিতের? গম্ভীর বলেন, ''আমি এই মাত্র বললাম, উইকেট দেখে প্রথম একাদশ স্থির করব।''
