আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় টেস্ট শুরু হতে দু'দিনও বাকি নেই। তার আগে চর্চায় লর্ডসের পিচ। প্রাথমিক দৃষ্টিতে সবুজ উইকেট। পুরো ঘাসে ভরা। ফাস্ট বোলারদের সহায়ক পিচ। আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এজবাস্টন টেস্ট জয়ের রাতেই লন্ডনে পাড়ি দেয় ভারতীয় দল। সোমবার বিশ্রামের পর মঙ্গলবার শুরু করে দেয় প্রস্তুতি। এদিন মাঠে নেমেই সটান পিচ দেখতে যান গৌতম গম্ভীর। উইকেট পর্যবেক্ষণের পর, নিজের কোচিং স্টাফের সঙ্গে দীর্ঘ আলোচনায় ডুবে যান। দীর্ঘক্ষণ ধরে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। পিচ দেখে বেশ চিন্তিত দেখায় গম্ভীরকে। স্পষ্ট বোঝাই যাচ্ছে, লন্ডনের উইকেট থেকে সাহায্য পাবে পেসাররা। 

এজবাস্টনে জয়ের পর মোমেন্টাম টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে। সিরিজ ১-১ থাকায়, লর্ডস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। গম্ভীরের আচরণ থেকে যা স্পষ্ট। মঙ্গলবার উইকেট প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেন, 'পিচ পুরো সবুজ। কাল ঘাস কাটার পর আমরা একটা আন্দাজ পাবো। তবে বোলাররা এই উইকেট থেকে সাহায্য পাবে। ব্যাটারদের মাইন্ডসেটই আসল।' পেস সহায়ক উইকেট সত্ত্বেও দলের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। কোটাক বলেন, 'ভারতীয় ব্যাটাররা খুবই দক্ষ। দল পিচ এবং পরিবেশ নিয়ে বাড়তি চিন্তা করছে না। এই উইকেট চ্যালেঞ্জিং হবে। তবে সেই নিয়ে বেশি ভাবছে না দল।' শুভমন গিলের প্রশংসা করলেন ভারতের ব্যাটিং কোচ। জানান, নেতৃত্ব তাঁর ব্যাটিংয়ে ছাপ ফেলেনি। ভাল মাইন্ডসেটে আছেন। একইসঙ্গে জানান, নিজের ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল পরিবর্তন এনেছেন গিল। লর্ডস টেস্টেও তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় ম্যানেজমেন্ট।