আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পাকিস্তানের দায়িত্ব থেকে সরানো হবে গ্যারি কার্স্টেনকে। এমনটাই দাবি প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির।

 
২০২৫ সালে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ফরম্যাটে গ্যারি কার্স্টেনের হাতেই পাক দলের রিমোট কন্ট্রোল। পাকিস্তান দলের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য সচেষ্ট গ্যারি কার্স্টেন। তিনটি বিষয়ের উপরে জোর দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ। তিনি জানিয়েছেন, দল এবং ক্রিকেটারদের পেশাদারিত্বের উপরে জোর দিতে হবে।  দ্বিতীয়ত, দেশের হয়ে খেলছে বলে গর্ব বোধ করতে হবে ক্রিকেটারদের। তৃতীয়ত, এক সঙ্গে সবাইকে সেরাটা দিতে হবে। 

পাক ক্রিকেটকে উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কার্স্টেন। কিন্তু বাসিত আলি দেওয়াললিখন পড়ে ফেলেছেন। তিনি বলেছেন, ''গ্যারি কার্স্টেনকে অভিনন্দন। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকছেন গ্যারি কার্স্টেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওঁকে সরিয়ে দেওয়া হবে। আমি এখনই বলে দিচ্ছি, কার্স্টেনকে গুড বাই দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছতে পারলে সেটাই হবে পাকিস্তানের বড় সাফল্য। পাক ক্রিকেটে রাজনীতি প্রবেশ করেছে। ওরা সাফল্য পাবে না।'' 


পাক ক্রিকেটে রদবদল ঘটেছে। কিন্তু সাফল্য আসছে না। কার্স্টেনের দাওয়াইয়ে পাকিস্তান সাফল্যের পথ খুঁজে পায় কিনা, সেটাই দেখার।