আজকাল ওয়েবডেস্ক: বার্সোলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। দু'বারের লা লিগা খেতাব, দু'বারের স্প্যানিশ কাপ জয়ী তারকা ফুটবলার এখন ফ্রান্সের একটি দোকানের কর্মী। 

এত পর্যন্ত পড়ার পরে অনেকেই চমকে উঠতে পারেন। কে তিনি? তিনি জেরেমি ম্যাথু। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে ছিলেন তিনি। 

এই সেন্টার ব্যাক ফ্রান্সের জাতীয় দলের হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। 

স্পোর্টিং লিসবনের হয়ে কেরিয়ার শেষ করা ম্যাথু এখনও খেলার সঙ্গেই জড়িয়ে রয়েছেন। ফরাসি দোকান ইন্টারস্পোর্টের কর্মী হিসেবে কাজ করেন তিনি। 

ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হওয়ার পরেই সেই দোকানে ঢল নেমেছে। প্রায় প্রতিদিন একশোটার বেশি ফোন আসছে। একটাই অনুরোধ ভক্তদের, ''দেখা করতে চাই ম্যাথুর সঙ্গে।'' 

বার্সায় খেলার সময়ে ম্যাথু প্রতি সপ্তাহে ১ লক্ষ পাউন্ড আয় করতেন। এই দোকানের কর্মী হিসেবে ফরাসি তারকা কত অর্থ রোজগার করেন তা পরিষ্কার নয়। ফুটবল কোচ হওয়ার ইচ্ছা তাঁর। 

২০১৪-১৫ মরশুমে ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সায় যোগ দেন জেরেমি ম্যাথু। সেন্ট্রাল ডিফেন্স শক্তিশালী করার জন্যই জেরেমি ম্যাথুকে দলে এনেছিলেন তৎকালীন বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকে। তার পরের ঘটনা ইতিহাস হয়ে রয়েছে। লিও মেসি, নেইমার ও সুয়ারেজ--এই  ত্র্যহস্পর্শে বার্সা ম্যাজিক দেখিয়েছিল। সেই দলের সদস্য ম্যাথু এখন দোকান-কর্মী।