আজকাল ওয়েবডেস্ক: কাঁটার মুকুট পরেছেন ভারতের হেডস্যর গৌতম গম্ভীর। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরে ভক্তরা গেল গেল রব তুলছেন। রোহিত-বিরাটের অবসরের দাবি করেছেন। গৌতম গম্ভীরও বাদ যাননি। এই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।
অতুল ওয়াসনের মতো প্রাক্তন ক্রিকেটার গম্ভীরের হয়ে ব্যাট ধরে বলছেন, ''গৌতমের জন্য খারাপই লাগছে। ১২ বছর পরে সিরিজ হারের পরে গৌতমের মুণ্ডুপাত করছেন সবাই। আর কোন দলের বিরুদ্ধে সিরিজ হারতে হল? যে দল শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে ভারতের মাটিতে খেলতে এসেছে তাদের কাছে সিরিজ খোয়ালো ভারত। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিযনশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছি. অথচ তিন দিনে টেস্ট ম্যাচ হারছি। এটা মেনে নেওয়া যায় না।''
ভারতের সিরিজ হারের পরে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী বলেছেন, ''দুটো টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে বিধ্বস্ত করেছে। সিরিজ হারের পরে চিন্তার সময় এসে গিয়েছে। গৌতম গম্ভীর সদ্য দায়িত্ব নিয়েছে। ভারতের মতো দলকে কোচিং করানো কঠিন। গৌতমের কোচিংয়ের গোড়ার দিকই বলা যায়। হার থেকে ও শিক্ষা নেবে।''
এর আগে ভারত সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে। তাও এক যুগ আগে। অ্যালাস্টেয়ার কুকের দলের বিরুদ্ধে হার মেনেছিল ভারত। তার পরে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। সেই শিরস্ত্রাণ খসে পড়ল কিউয়িদের কাছে হার মেনে।
