আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির বিরুদ্ধে অতীতে সরব হয়েছিলেন। ফের সোচ্চার হলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শাহিদ আফ্রিদিকে বলতে শোনা গিয়েছে, ''ভারত নিজেই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকেদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে।''   

আফ্রিদি এ হেন মন্তব্য করায় গর্জে উঠেছেন তাঁরই প্রাক্তন সতীর্থ কানেরিয়া। আফ্রিদিকে ‘উগ্রপন্থী’ বলে মন্তব্য করেন তিনি।  

সোশ্যাল মিডিয়ায় কানেরিয়া লেখেন, ''আফ্রিদি সবসময়ে উগ্রপন্থী মতাদর্শের পক্ষে। ওকে ভারতের টেলিভিশনে বা দেশের ভিতরে কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়।'' 

অতীতে কানেরিয়া অভিযোগ করেছিলেন, আফ্রিদি তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে জোর করেছিল। তাঁর পাশে বসে খেতেন না। পাকিস্তানের ড্রেসিং রুমের ভিতরের কথা ফাঁস করেছিলেন শোয়েব আখতার। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পাকিস্তানে সংখ্যালঘুদের দুর্দশা শীর্ষক আলোচনায় কানেরিয়া অংশ নেন। সেখানে তাঁদের বঞ্চনার কথা তুলে ধরেন। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ''এক ঘণ্টা ধরে পহেলগাঁওয়ে জঙ্গিরা মানুষ মারল। আট লক্ষ ভারতীয় সৈন্যদের মধ্যে একজনকেও দেখা গেল না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।'' 

আফ্রিদির এই ধরনের মন্তব্যের প্রতিবাদ যেমন করেছেন কানেরিয়া, তেমনই  ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও তীব্র নিন্দা করেন আফ্রিদিকে। তবুও আফ্রিদি থামবার বান্দা নন।