আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, এটা সবার কাছে খবর হতে পারে। আমার কাছে খবর নয়। এটা খুব সাধারণ একটা বিষয়।
গতকালই কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে পন্থের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। বাসিত আলি বলছেন, ''লখনউ সুপার জায়ান্টসে পন্থকে ক্যাপ্টেন করা হয়েছে। আমার কাছে এটা নতুন কোনও খবর নয়। সিডনি টেস্টে যেদিন ও সাংবাদিক বৈঠক করে, সেদিনই আমি বলে দিয়েছিলাম আরও একটা মহেন্দ্র সিং ধোনি এসে গিয়েছে।''
শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছে। বাসিত আলি বলছেন, ''ভাইস ক্যাপ্টেন গিল হোক বা অন্য কেউ, ঋষভ পন্থকেই ক্যাপ্টেন করতে হবে। পন্থকে ক্যাপ্টেন করা হলে ওর ব্যাটিংয়েরও উন্নতি হবে। এখন ক্যাজুয়াল শট খেলছে পন্থ। কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে এরকম শট খেলবে না।''
আসন্ন আইপিএলের লক্ষ্য স্থির করে ফেলেছেন পন্থ। তিনি বলেছেন, '' আমি সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে হয় জানি। রোহিত ভাইয়ের থেকে এটা শিখেছি। সেটাই এবার কাজে লাগানোর চেষ্টা করব। আমি নিজেকে উজাড় করে দেব। তবে পারফরম্যান্সে ওঠা-নামা থাকতেই পারে। কিন্তু শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাব।''
