আজকাল ওয়েবডেস্ক: সমীহ আদায় করে নিয়েছে ভারতের ক্রিকেট। ওয়াঘার ওপার থেকে ভেসে আসছে প্রশংসা আর প্রশংসা। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি প্রশংসা করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। এবার ১৯৯২ সালের বিশ্বজয়ী পাকিস্তান দলের সদস্য রামিজ রাজাও প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার।
রামিজ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ভারতের মাটিতে ভারতকে হারানোই এই মুহূর্তে সব থেকে কঠিন। তবে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বে বিদেশে জয় ভারতকে আরও শক্তিশালী করে তুলেছে। বিদেশের মাটিতে ভারত কেবল কড়া প্রতিদ্বন্দ্বী নয়, ম্যাচও জিতছে। এই কারণেই প্রাধান্য বাড়ছে ভারতের।''
বাংলাদেশের বিরুদ্ধে ২-০-এ টেস্ট সিরিজ জিতেছে ভারত। চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতেছে ভারত। কানপুর টেস্টও ভারত জিতে নিয়েছে আড়াই দিনে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা আলাদা করে উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের তারকা অফস্পিনারের প্রশংসা করে বলছেন, ''অলরাউন্ডার হিসেবে যতটা সমাদৃত হওয়ার কথা ছিল, ততটা অশ্বিনকে নিয়ে উদযাপন করা হল কোথায়! অশ্বিনের রেকর্ড যদি দেখা হয়, তাহলে দেখবেন কারও থেকে কম নয় ও। যখনই যেটা করে, সেখানে নিজের সেরাটা দেয়। দলের দ্বাদশ ব্যক্তি হিসেবেও অশ্বিনের ঘ্যানঘ্যানানি নেই। দলের প্রতি দায়বদ্ধ অশ্বিন। দলের পরিস্থিতি বুঝতে জানে। যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রমাণ করার চেষ্টা করেছে।''
অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাদেজারও প্রশংসা করেছেন রামিজ রাজা। তিনি বলছেন, ''অশ্বিন ও জাদেজা কীভাবে উন্নতি করল, সেটাই দেখা গেল। পাকিস্তানে প্লেয়ারদের পারফরম্যান্স একটু ভাল হলেই তার পরে পড়তির দিকে চলে যায়। এমন উদাহরণ প্রচুর রয়েছে আমাদের দেশে। ভারতের ক্রিকেটাররা শেখার মধ্যে দিয়ে এগিয়ে চলে, এরপরে দীর্ঘসময় ধরে নিজেদের জায়গা ধরে রাখে।'' এটাই পার্থক্য ভারত ও পাকিস্তানের মধ্যে।
