আজকাল ওয়েবডেস্ক: গড়াপেটার অভিযোগ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার সচিত্র সেনানায়কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে সতীর্থ ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন সচিত্র। এই অভিযোগ এনেছে হামবানটোটা হাইকোর্ট। সদ্য চালু হওয়া দেশের দুর্নীতি বিরোধী নিয়মের পর এই প্রথম কোনও জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। তাঁকে গ্রেফতার করা হলেও, ২০২৩ সালে জামিনে মুক্তি পান। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ৪০ বছরের ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে মোট একটি টেস্ট, ৪৯ টি একদিনের ম্যাচ এবং ২৪টি টি-২০ খেলেন। সংগ্রহ ৭৮ উইকেট। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলের আরও একজন প্লেয়ার থারিন্ডু রত্নায়েককে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, 'সেনানায়েক আরও দু'জন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছিল। ২০২০ সালে উদ্বোধনী লঙ্কা প্রিমিয়ার লিগে দুবাই থেকে ফোনে প্রস্তাব দেন। ম্যাচ গড়াপেটা‌ করার জন্য জোর করেন।' ২০১৩ সালে একবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। কিন্তু তেমন নজর কাড়তে পারেননি।