আজকাল ওয়েবডেস্ক: সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশে যেন থাকে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে এমনই অনুরোধ করেছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বিরাট-রোহিতের ব্যর্থতাই মনে মনে চাইছেন নির্বাচকরা। ব্যর্থ হলেই তাঁদের ছাঁটাই করা হবে। শ্রীকান্ত অবশ্য নির্বাচকদের উদ্দেশে বলেছেন, ''২০২৭-এর জন্য তৈরি রো-কো। আমার মতে রোহিত নিশ্চিত ভাবেই খেলবে ২০২৭ বিশ্বকাপ। দয়া করে বয়সের দোহাই দেবেন না। কেউ বলবেন ও চল্লিশ ছুঁয়েছে। চল্লিশের কোঠায় পৌঁছেছে। এসব যুক্তি দেবেন না। রোহিত ফিট। ভাল খেলছে। স্লিপে ক্যাচ ধরছে পরিচ্ছন্ন ভাবে। প্রতিটি ম্যাচে নিয়ম করে রান করছে। সিডনিতে সাবলীল ভাবে খেলে গিয়েছে। ২০১৯ বিশ্বকাপে ঠিক যেভাবে খেলেছিল, সেরকমই দেখা গিয়েছে সিডনিতে।'' 

আরও পড়ুন: রঞ্জিতে পারফর্ম করেই আগরকারকে একহাত নিলেন এই ক্রিকেটার

বিরাট কোহলি প্রসঙ্গে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বলেন, ''বিরাট কোহলির যা ফিটনেস তাতে ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে। ২৫ বছরের ক্রিকেটারের মতো ফিটনেস কোহলির।'' 

শিষ্যের এমন ব্যাটিং তাণ্ডব দেখার পরে হিটম্যানের ছেলেবেলার কোচ দীনেশ লাড জানান, রোহিত ২০২৭ বিশ্বকাপের অবসর নেবেন। 

অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে দিনের শেষে রোহিত অপরাজিত থেকে যান ১২১ রানে। তাঁকে যোগ্য সঙ্গত করেন দীর্ঘদিনের বন্ধু বিরাট কোহলি। এটাই হয়তো দুই তারকা ব্যাটারের শেষ অস্ট্রেলিয়া সফর। 

ম্যাচের শেষে রোহিত বলেছেন, জানি না আমরা আসব কিনা এখানে। রোহিত সেঞ্চুরি করলেন, কোহলি রান পেলেন। তার পরেও কি ২০২৭ বিশ্বকাপের দলে তাঁদের জায়গা সুরক্ষিত হল? 

দীনেশ লাড বলেন, ''রোহিত আজ যেভাবে ব্যাট করল এবং ভারতের জয়ে যে অবদান রাখল, তা এককথায় অনবদ্য। ম্যাচ দেখে খুব আনন্দ লাগল। ২০২৭ বিশ্বকাপ খেলবে রোহিত। তার পরে অবসর নেবে।'' 

সিডনিতে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেন কোহলি আর রোহিত। এই দুই মহাতারকা প্রসঙ্গে আগে শচীন তেণ্ডুলকর বলেছিলেন, এই দুই ক্রিকেটার তাঁর রেকর্ড ভাঙতে পারেন। কোহলি সিডনিতে রান পেয়েছেন। ছন্দ ফিরে পান ব্যাটে। দীনেশ লাড কোহলি সম্পর্কে বিরাট মন্তব্য করেন, ''বিরাট যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় সাফল্য পেতে পারে। শচীন অনেকদিন আগে এক অনুষ্ঠানে বলেছিল, রোহিত-বিরাট ওর রেকর্ড ভাঙতে পারে।''

এখন দেখার শ্রীকান্তের কথা নির্বাচকদের কানে পৌঁছয় কিনা। 

আরও পড়ুন: ভারতের ট্রফি চুরি করেছিলেন, এবার পাকিস্তানের হেড কোচকে ছাঁটাই করছেন বিতর্কিত নকভি ...