আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক ঋষভ পন্থ। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া দেশের উইকেট কিপারকে 'লখনউয়ের নবাব' বলে উল্লেখ করেন। 

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়াকে বলতে শোনা গিয়েছে, ''তুমি এখন লখনউয়ের নবাব হয়ে গিয়েছো। হাসো।'' 

 জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। 

আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। পন্থকে নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। 

আকাশ চোপড়া বলছেন, ''এই দল তৈরির পিছনে পন্থের অনেক অবদান রয়েছে। ও কী চায়, সেটা পরিষ্কার করে জানিয়েছে। লখনউ মালিক এবং পন্থের চিন্তাভাবনা এক।'' 

লখনউ দল প্রসঙ্গে আকাশ চোপড়া বলছেন, ''ভারতীয়দের নিয়ে বোলিং আক্রমণ লখনউয়ের। খুবই প্রতিশ্রুতিমান দল। মিডল অর্ডারে তিনজন বাঁ হাতি রয়েছে। টপ অর্ডারে তিনজন ডান হাতি। তাই কে ওপেন করবেন, কে কোন পজিশনে নামবে, তা নিয়ে কৌতূহলী।'' 

পন্থকে দলে নেওয়ার পরে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।''