আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। নতুন করে উস্কে দিলেন বিতর্ক। মনোজ তিওয়ারি দাবি করেন, কোহলিকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আগের বছর ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তারকা ক্রিকেটার। তবে বিরাটের আচমকা লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়া বিতর্ক সৃষ্টি করে। বহু ক্রিকেট বিশেষজ্ঞ অবসর ভেঙে আবার টেস্টে ফেরার পরামর্শ দেয়। এরইমধ্যে বিতর্কিত মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর। দাবি করেন, ক্রিকেটের সবচেয়ে সহজ ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কঠিন ফরম্যাট ছেড়েছেন কোহলি। মঞ্জরেকরের সঙ্গে একমত নন বাংলার প্রাক্তন তারকা। বরং দাবি করেন, টেস্টে অবসর নিতে বাধ্য করা হয়েছে বিরাটকে। জানান, ভারতীয় দলের অন্দরমহলে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না কোহলির।
মনোজ বলেন, 'আমি মঞ্জরেকরের সঙ্গে একমত নয়। ওকে জোর করা হয়েছিল। আমার ধারণা, ও অবসর নিতে বাধ্য হয়। এমন পরিস্থিতি তৈরি করা হয়, যে ও অবসর নিতে বাধ্য হয়েছে। কারণ ও নিজে থেকে সরে যাওয়ার ছেলে নয়। শুধু ও সিদ্ধান্ত জানিয়েছে। সবাই জানে আড়ালে কী হয়েছে। সবকিছু জানার পর কিভাবে বলতে পারে, ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট ছেড়ে নিজের রানের জন্য সহজতম ফরম্যাট খেলছে।' আইসিসি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে ছিলেন কোহলি। ভারতের বিরুদ্ধে সিরিজে জোড়া শতরান করে ভারতীয় তারকাকে সিংহাসনচ্যুত করেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। ২-১ এ একদিনের সিরিজ হারে ভারত। ৮৪৫ ব়্যাঙ্কিং পয়েন্ট নিয়ে কোহলিকে ছাপিয়ে যান মিচেল। ভারতীয় তারকার ব়্যাঙ্কিং পয়েন্ট ৭৯৫। একদিনের ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। তারপর রয়েছেন ইব্রাহিম জাদরান, রোহিত শর্মা, শুভমন গিল এবং বাবর আজম। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন মিচেল। প্রথমবার মাত্র তিনদিন একনম্বরে ছিলেন। গতবছরের নভেম্বরে তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করে নেন রোহিত শর্মা।
একদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়ান মনোজ। দাবি করেন, রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনা উচিত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত গিলকে। আবার ফিরিয়ে আনা উচিত রোহিতকে। ২০২৫ অক্টোবরে তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু তাঁর নেতৃত্বে দুটো একদিনের সিরিজই হারে ভারত। অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেটে নেতা হিসেবে হাতেখড়ি। সিরিজ হারে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। এবার নিউজিল্যান্ডের কাছে ফের সিরিজ হার। সম্প্রতি শুভমনের অধিনায়কত্বে নিয়ে প্রশ্ন ওঠে। মনোজ দাবি করেন, বিসিসিআইয়ের নিজেদের ভুল শুধরে নিয়ে আবার রোহিতকে নেতৃত্বে ফেরানো উচিত।
