আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর একটা মন্তব্যেই দীনেশ কার্তিকের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল।
ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন দীনেশ কার্তিক। সেই তিনিই ফাঁস করলেন শাস্ত্রীয় বচন শুনেই শেষ হয়ে গিয়েছিল তাঁর কেরিয়ার।
টেস্টে প্রত্যাবর্তনে সাফল্য পাননি কার্তিক। তিনটি ম্যাচ খেলেন তিনি। একটি আফগানিস্তানের হয়ে। দুটি ইংল্যান্ডের বিরুদ্ধে। পাঁচটি ইনিংসে কার্তিক মাত্র ২৫ রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম ও লর্ডসে কার্তিকের ব্যাট কথা বলেনি। টিম ম্যানেজমেন্ট স্থির করে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হবে। পন্থ সেই সুযোগের সদ্ব্যবহার করেন। ওভালে সেঞ্চুরি করেন পন্থ। দলে নিজের পজিশন পাকা করে ফেলেন পন্থ।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন কার্তিক। ২০০৪ সালে অবসর নেন হুসেন। লর্ডসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই প্রসঙ্গের জের টেনে কার্তিক বলেন, ''নাসের হুসেন ও আমার মধ্যে বেশি কিছু মিল নেই। তুমিও লর্ডসে শেষ করেছিলে। আমিও শেষ করেছিলাম লর্ডসেই। দু'জনের মধ্যে পার্থক্য এটাই যে তুমি কোচের দরজা খুলে ভিতরে ঢুকে বলেছিলে, আমি পেরেছি। আমার ক্ষেত্রে কোচ এসে বলেছিলেন, ভেবো না পরের টেস্টে তোমার জায়গা হবে। তুমি শেষ।''
