আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই ভারতের। যদিও  এশিয়া কাপে অনেকেই মনে করছেন শেষ হাসি হাসবে ভারতই। 

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সময়ে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন ছিল রোহিত শর্মার হাতে। ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অব্যবহিত পরেই বিরাট কোহলি ঘোষণা করেন, তিনি আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। তার পরে রোহিত শর্মাও সরে যাওয়ার ঘোষণা করেন। 

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন ভারতের এই দলকে নিয়ে বিশ্বজয় করা সম্ভব নয়। 

আরও পড়ুন:   এক বলে ২০ রান নিয়ে চমক আরসিবির তারকার, আইপিএলে ১৪ বলে করেছিলেন হাফসেঞ্চুরি ...

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, ''এই দল নিয়ে আমরা এশিয়া কাপ জিততে পারি। কিন্তু এই দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কোনও সম্ভাবনাই নেই। তুমি কি এই দলকে বিশ্বকাপে নিয়ে যাবে? এটা কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, যা মাত্র ছয় মাস দূরে?'' 

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে নজর দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে বলে মনে করেন অনেকে। শুভমান গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে এই ভারতীয় দলে। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজের পরে গিলকে না নেওয়া সম্ভব ছিল না। গিল শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেছেন ২০২৪ সালে। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। গিল সহ অধিনায়ক হওয়ায় অক্ষর প্যাটেলকে সরতে হয় ভাইস ক্যাপ্টেন্সি থেকে। শ্রীকান্ত বলেছেন, ''ওরা পিছিয়ে যাচ্ছে। অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। রিঙ্কু সিং, শিবম দুবে এবং হর্ষিত রানা কীভাবে এসেছে, তা আমার জানা নেই। আইপিএল নির্বাচনের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হলেও কিন্তু নির্বাচকরা তার আগে পারফরম্যান্স বিবেচনা করছেন বলেই মনে হচ্ছে।'' 

এদিকে সবার নজর এখন এশিয়া কাপের দিকে। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ভারত-পাক ম্যাচ নিয়ে নানা মুণির নানা মত। কেউ বলছেন, বর্তমান পটভূমিতে এশিয়া কাপের সব থেকে উত্তেজক ম্যাচ না খেলাই উচিত। যদিও ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপে অংশ নেওয়ার ক্ষেত্রে আমরা বাধা দেব না। 

ই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

আরও পড়ুন: ২০০টি আন্তর্জাতিক উইকেটের মালিক শচীন, সেরা কোনটি? মাস্টার বেছে নিলেন এটি, জানলে অবাক হবেন