আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে কিছুটা সমস্যায় ভারতীয় দল। হারলেই সিরিজ শেষ। এই অবস্থায় চোটে জর্জরিত শিবির। নীতিশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং নেই। চোট রয়েছে আকাশ দীপের। এই অবস্থায় প্রথম একাদশ গড়তে গৌতম গম্ভীরের কপালে ভাঁজ পড়ছে। একেতে ১-২ এ সিরিজে পিছিয়ে আছে। হারার কোনও অবকাশ নেই। তারপর দু'জন চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছে। আকাশকে রাখা হয়েছে দলে। কিন্তু খেলার সম্ভাবনা কম। যার ফলে প্রাথমিকভাবে যশপ্রীত বুমরাকে খেলানোর পরিকল্পনা না থাকলেও, সেটা বদল করতে হবে। 

ব্যাটিং তালিকায়ও পরিবর্তন হতে পারে। প্রথম তিন টেস্টে ব্যর্থ করুণ নায়ার। ম্যাঞ্চেস্টারে বাদ পড়তে পারেন। কিন্তু তাঁকে আরও একটা সুযোগ দেওয়ার আর্জি জানালেন আকাশ চোপড়া। তিনি মনে করেন, কামব্যাক বয় আরও একটা সুযোগ পাওয়ার দাবিদার। চোপড়া বলেন, 'দুই ওপেনারকে নিয়ে কোনও প্রশ্ন নেই। তৃতীয় টেস্টে যশস্বী জয়েসওয়াল রান পায়নি। তবে সেটা হতেই পারে। সব ম্যাচে রান করা সম্ভব নয়। কেএল রাহুল প্রথম এবং তৃতীয় টেস্টে শতরান করেছে। তাই ওপেনিংয়ে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন নম্বর পজিশন নিয়ে প্রশ্ন উঠবে। করুণ নায়ারকে আরও একটা সুযোগ দেওয়া উচিত কিনা সেই প্রশ্ন উঠবে। ওকে সম্পূর্ণ ছন্দহীন লাগেনি। তবে ও রান পাচ্ছে না। আমি ওকে আরও একটা ম্যাচ তিন নম্বরে খেলাতে চাই। কারণ এরপর হয়ত আর সুযোগ পাবে না।' 

তিনি মনে করেন, ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলের খেলা উচিত। কয়েকদিন আগেই রবি শাস্ত্রী বলেন, পন্থ সম্পূর্ণ ফিট না হতে পারলে খেলানো উচিত নয়। কিন্তু প্রাক্তন কোচের সঙ্গে সহমত নন আকাশ চোপড়া। তিনি মনে করেন, উইকেটকিপিং না করতে পারলেও বিশিষ্ট ব্যাটার হিসেবে পন্থকে খেলানো উচিত। চোপড়া বলেন, 'ইংল্যান্ডে শুধুমাত্র চারজন প্লেয়ার রান পেয়েছে। কেএল রাহুল, শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ। ও চোট নিয়েও রান করেছে। ও উইকেটকিপিং করতে না পারলেও, ব্যাটার হিসেবে খেলানো উচিত। ছয় নম্বরে ধ্রুব জুরেলকে রাখা যেতে পারে। প্রথম টেস্টে করুণ ছয় নম্বরে এবং সাই সুদর্শন তিনে খেলেছিল। তবে সেটা আর হবে না। ধ্রুবকে খেলানো উচিত। কারণ ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে রান পেয়েছিল।' 

ম্যাঞ্চেস্টারের উইকেটে সাধারণত গতি এবং বাউন্স থাকে। তাই ওল্ড ট্র্যাফোর্ডে বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনা কম। সেক্ষেত্রে চতুর্থ টেস্টেও খেলা হবে না কুলদীপ যাদবের। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'রবীন্দ্র জাদেজা খেলবেই। আমার মতে, ওয়াশিংটন সুন্দরও খেলবে। কারণ ও চার উইকেট নিয়েছে। আমার মনে হয়, এখানে বাড়তি স্পিনার খেলানো যাবে না। এটা ওভাল বা এজবাস্টন নয়। এখানে ফাস্ট বোলারদের খেলাতে হবে। তাই তিনজন পেসার নিয়ে খেলা উচিত। বুমরা এবং সিরাজ অবশ্যই খেলবে। আকাশ দীপকে না পাওয়া গেলে অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে একজন খেলবে। আগের ম্যাচে প্রসিদ্ধ প্রচুর রান দিয়েছে। তাই অংশুলের অভিষেক হতে পারে।' একদিন আগেই শিবিরে চোট-আঘাত নিয়ে গৌতম গম্ভীরকে একহাত নেন ভারতের প্রাক্তন তারকা। দল বাছাইয়ে স্বচ্ছতা রাখার দাবি জানান।