আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে। ফলে দুই ম্যাচ খেলে এখন তিন পয়েন্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। 

রাওয়াপিণ্ডিতে ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ রেগে অগ্নিশর্মা। পাকিস্তানের দিকে আঙুল তুলে সোশ্যাল মিডিয়ায় কাইফ পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন। জানান, আইসিসি-র টাকা ঠিকঠাক কাজেই লাগায়নি পাকিস্তান। 

কাইফ রাওয়ালপিণ্ডি মাঠের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গোটা মাঠে কভার নেই। মাঠের কিছু অংশ কেবল ঢাকা। বৃষ্টি হচ্ছে অথচ পুরো মাঠ ঢাকা না হওয়ায় অবাক কাইফ। তিনি সেই বিষয়টাই সবার গোচরে আনেন। 
কাইফ লিখেছেন, ''রাওয়ালপিণ্ডির মাঠ পুরোদস্তুর ঢাকা ছিল না। এটা লজ্জার। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচটাই হল না। আইসিসি-র টাকা কি ঠিকমতো ব্যবহার করেছিল আয়োজক দেশ?'' 

 

?ref_src=twsrc%5Etfw">February 25, 2025

এই দুই দলই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। আর আফগানদের হারিয়েছে প্রোটিয়ারা। তাই এই দুই দলের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াইয়ের জন্য। কিন্তু বৃষ্টির জন্য খেলাই আর হল না। দুই দেশই নিজেদের মধ্যে পয়েন্ট শেয়ার করল।