আজকাল ওয়েবডেস্ক: ফেভারিটের মুকুট মাথায় পরেই বিশ্বকাপ খেলতে নামবে ভারত। 

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের বল গড়ানোর আগে ভারত ঝড় তুলে দিয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে বসে রয়েছে ভারতীয় দল। 

বিশ্বকাপের বল গড়ানোর আগে দেশের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ভারতকে ফেভারিট ঘোষণা করেও সতর্ক করে দিয়ে বলছেন, একটা খারাপ দিন বিপদ ডেকে আনতে পেরে। 

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল দ্রাবিড় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের উদাহরণ টেনে আনছেন। 
২০২৩ বিশ্বকাপে ঘরের মাঠে ভারত আগাগোড়়া ভাল খেললেও ফাইনালে এসে হৃদয় ভাঙে। সেই সময়ে রাহুল দ্রাবিড় ছিলেন ভারতীয় দলের হেডস্যর। তার পরের বছর ক্যারিবিয়ান  মুলুকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতেছিল দ্রাবিড়ের কোচিংয়ে। 

বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড় বলছেন, ''ভারত ফেভারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামছে। খুব সহজেই সেমিফাইনালে পৌঁছবে। কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা থেকে জেনেছি নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই জিতবে। প্রতিপক্ষের যে কেউ ভাল খেলে স্বপ্ন ভেঙে দিতে পারে।'' 

রাহুল দ্রাবিড়ের সংযোজন, ''ভারতীয় দল যতই শক্তিশালী হোক না কেন, একদিন খারাপ খেললেই কিন্তু সব শেষ।'' 

সাদা বলের ফরম্যাটে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বেশ ভাল খেলেছে। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার পার্টনারশিপ সীমীত ওভারের ক্রিকেটে ভারতকে ভয় জাগানো এক টিমে পরিণত করেছিল। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তৎকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণের রাস্তা নিতেন। দ্রাবিড় বলেন, ''সবচেয়ে চমৎকার ব্যাপার ছিল শুরুতেই রোহিত আগ্রাসী শুরু করত। অন্যদের কাঁধে দায়িত্ব দেওয়ার পরিবর্তে রোহিত নিজেই খেলার গতি নির্ধারণের দায়িত্ব নিয়ে নিত। যখন দলের ক্যাপ্টেন সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আমার গড় বা ব্যক্তিগত পরিসংখ্যানের ক্ষতি হলেও আমি-ই এই কাজটি করব, তখন সেই বার্তা দলের সবার কাছে পৌঁছে দেওয়াটা অনেক সহজ হয়ে যায়।'' 

ভারতের তদানীন্তন ক্যাপ্টেন রোহিত শর্মার ভূয়ষী প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। 
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার অব্যবহিত পরেই কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টি-টোয়েন্টির নেতৃত্ব এখন সূর্যকুমার যাদবের হাতে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সূর্যকুমার যাদব কি ঘরের মাটিতে কাপ জিততে পারবেন? মাঠে নামার আগে সূর্য নিশ্চয় রাহুল দ্রাবিড়ের পরামর্শ মাথায় নিয়েই খেলতে নামবেন।