আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি কি খেলাটা দেখছেন? নিশ্চয়ই দেখছেন, তাঁর হাত ধরে উঠে আসা যে ক্রিকেটার আজ বিশ্ব কাঁপাচ্ছে, তাঁর হাত ধরে ওঠা ক্রিকেটারকে প্রতিপক্ষের সেরা ব্যাটার যখন ‘ওয়ারিয়র’ বলে সম্বোধন করছেন, সেই বোলারের একটা স্মরণীয় স্পেল কি না দেখে থাকতে পারেন?

হাতে ৩৫ রান নিয়ে ওভাল টেস্টের পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় মহম্মদ সিরাজ যে স্পেলটা করলেন তাতেই চুরমার হয়ে গেল ইংল্যান্ড। সিরাজের বলটা অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে দেওয়া মাত্রই উল্লাসে মেতে উঠল গোটা ওভাল। আর সিরাজ? তিনি তাঁর চেনা রোনাল্ডোর সিউউ সেলিব্রেশনের আগে ছোট্ট ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আমি তো আছি, চিন্তা কীসের? সতীর্থদের জড়িয়ে ধরলেন, করজোড়ে ধন্যবাদ জানালেন সমর্থকদের।

আরও পড়ুন:'ওকে তো আমরা চিনতেই পারিনি', ভারতের তারকাকে নিয়ে মন্তব্য অশ্বিনের, গম্ভীরকে দিলেন বড় পরামর্শ

পাঁচ উইকেট নিয়ে বলটা দর্শকদের দিকে দেখিয়ে ইঙ্গিত করে বোঝালেন, এটা তোমাদের জন্যই। রবিবার রাতে চতুর্থ দিনের খেলা চলাকালীন সিরাজেরই সামান্য ভুলে ম্যাচ পুরোপুরি ঘুরে গিয়েছিল ইংল্যান্ডের দিকে। বাউন্ডারি লাইনে হ্যারি ব্রুকের ক্যাচ ফেলে ছয় করে দিয়েছিলেন। তারপর রুট আর ব্রুক মিলে যেভাবে ধ্বংসলীলা চালালেন আশা ছেড়ে দিয়েছিলেন সকলেই। সেই সিরাজই হয়ে উঠলেন পঞ্চম দিনের হিরো।

শুধুমাত্র এদিনই ২৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, গোটা সিরিজে প্রায় ১১০০-কাছাকাছি বল করেছেন তিনি। ‘ওয়ার্কলোড’ শব্দটায় যে সিরাজ কোনওভাবেই বিশ্বাস করেন না তা আরও একবার সাফ হয়ে গেল।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sony Sports Network (@sonysportsnetwork)