আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার ঘূর্ণি সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের অতলান্ত ব্যাটিং লাইন আপ। 

দ্বিতীয় টেস্টেও হারের মুখে ভারত। ঘরের মাঠেও এখন অসহায়ভাবে আত্মসমর্পণ করছে ভারতীয়রা। 

গৌতম গম্ভীর ভারতের হেডস্যর হয়ে আসার পরে ঘরের মাঠেও বিদেশি দল এসে হারিয়ে যাচ্ছে ভারতকে। 

ভারতীয় ক্রিকেটের গম্ভীর-দশা চলছে এখন। প্রাক্তনরা গুরু গম্ভীরের তীব্র সমালোচনা করছেন। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য  কৃষ্ণমাচারি শ্রীকান্ত ভারতের হেডস্য়রকে বিঁধেছেন। অক্ষর প্যাটেলকে কেন দলে নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, ''অক্ষর প্যাটেলকে নেওয়া হল না কেন? ওর কি চোট ছিল? সর্বত্রই ধারাবাহিকতা বজায় রেখেছে। বারংবার কেন বাদ দেওয়া হচ্ছে এবং পরিবর্তন করা হচ্ছে?'' 

গম্ভীর একসময়ে তীব্র আক্রমণ করেছিলেন শ্রীকান্তকে। যার জবাবে শ্রীকান্ত বলেন, ''গৌতম গম্ভীর যা খুশি বলতে পারে। আমি পরোয়া করি না। আমি দেশের ক্যাপ্টেন ছিলাম।নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানও ছিলাম। কী বলছি, তা আমার জানা।''

এর আগে শ্রীকান্ত ভারতের অলরাউন্ডার হর্ষিত রানাকে বলেছিলেন, তিনি গম্ভীরের ইয়েসম্যান। 
যার প্রত্যুত্তরে ভারতের হেডস্যর বলেছিলেন, লজ্জাজনক। 

গুয়াহাটির পিচে ভারতীয় ব্যাটারদের হারাকিরি দেখার পরে শ্রীকান্ত ক্ষিপ্ত। তিনি বলেন, ''কুলদীপ যাদব বলেছে উইকেটে কোনও জুজু নেই।'' 

শ্রীকান্তের সংযোজন, ''আমাদের ব্যাটাররা হারমার ও মহারাজের বলে স্লিপে ক্যাচ দেয়। ইয়ানসেনের শর্ট বল খেলতে না পেরে আউট হয়।''
শ্রীকান্তের মতোই আরেক প্রাক্তন অনিল কুম্বলে ভারতীয়দের দুষেছেন। ভারতের প্রাক্তন লেগস্পিনার বলেন, ''কুম্বলে বলেন, 'এখনকার ব্যাটাররা বলবে, এটাই ওদের স্বাভাবিক খেলা। তবে পরিস্থিতি বিবেচনা করতে হয়। যতক্ষণ ঋষভ পন্থ ক্রিজে থাকবে, দক্ষিণ আফ্রিকার বোলাররা শান্তিতে থাকবে না। এটা ওর বোঝা উচিত ছিল। ওরা জানে, এক মুহূর্তে ওদের থেকে ম্যাচ কেড়ে নিতে পারে পন্থ। দশ বল খেলার পর তুমি এমন কখনই করতে পারো না।'' 

কুম্বলেকে সমর্থন করেন ডেল স্টেইনও। নিজের এক্স হ্যান্ডেলে প্রোটিয়া তারকা লেখেন, ''এটা কলকাতার পিচের মতো ছিল না। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। শুধু একটু টিকে থাকতে হত। লুজ বল পেতো। এমন নয় যে মার্কো ইয়ানসেন টানা ২০ ওভার বল করবে। এক স্পেল বল করত। টিকে থাকতে হত। এটা টেস্ট ক্রিকেট। সেশনের পর সেশন ধরে ব্যাট করতে হত। এইধরনের পিচে লম্বা সময় ধরে ব্যাট করতে হয়। এক ওভারে টেস্ট জেতা যায় না।''