আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে কেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হল? প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

তাঁর মতে, গিলকে সহ অধিনায়ক ঘোষণা করার পর দলের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। এশিয়া কাপের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে গিলকে। প্রায় একবছর পরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটান। ৯টি ইনিংসে মাত্র ১৬৯ রান গিলের। 

ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ''পরের তিনটি ম্যাচেও গিলকে ওরা বাদ দেবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে গিলই সহ অধিনায়ক। এটা মোটামুটি পরিষ্কার। এটাও ঠিক হয়ে গিয়েছে গিলই ভারতের ভবিষ্যৎ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু কীসের ভিত্তিতে গিলকে সহ অধিনায়ক করা হল?''  

শ্রীকান্তের মতে, গিলকে সহ অধিনায়ক ঘোষণা করার ফলে যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার সুযোগ পাচ্ছে না। ওপেনার হিসেবে রানের পর রান করলেও তাঁকে বাইরে বসে থাকতে হচ্ছে। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার ভূমিকাটাও পরিষ্কার নয় এই দলে। শ্রীকান্ত বলছেন, ''অপেক্ষায় রয়েছে যশস্বী জয়সওয়াল। দলে ও নেই। গিলের অন্তর্ভুক্তির ফলে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। কেউই নিশ্চিত নয় কী করতে হবে। সঞ্জু ও তিলকের কোনও নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই। অর্শদীপ সিং প্রথম একাদশ থেকে ছিটকেই গিয়েছে। ভাল দিক হল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। ফলে সমস্যা হবে না ভারতের। কাউকেই ধরা যাবে না।'' 

যশস্বীর প্রশংসা করে শ্রীকান্ত বলছেন, ''অভিষেকের মতো অনেক খেলোয়াড় রয়েছে ভারতে। যশস্বী জয়সওয়ালকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তার সদ্ব্যবহার করবে। কিন্তু দলে জায়গা পাওয়া সমস্যার যশস্বীর। কেবলমাত্র হার্দিক পাণ্ডিয়া এই দলের প্রথম একাদশে আসবে। আইপিএলে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও কেন যে যশস্বী খেলছে না, সেটাই নিশ্চিত নয়।''