আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। ভারত প্রথম ম্যাচেই দুরমুশ করেছে সংযুক্ত আরব আমিরশাহিকে। তাদের টার্গেট তাড়া করতে নেমে ২৭ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।
ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। পাকিস্তান আবার প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আরও পড়ুন: সুপার সিক্সের শুরুতে ধাক্কা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করেও হার ইউনাইটেড কলকাতার
ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব কিন্তু সূর্যকুমার যাদবের আবেগ নিয়ন্ত্রণে রাখতে বলছেন। সংযত থাকতে বলছেন তাঁদের। ক্রিকেটারদের উদ্দেশে কপিল বলছেন, ''জিতে এসো। যাদের কাজ শুধুই খেলা তাদের শুধু খেলার উপরই মনোযোগ দেওয়া উচিত। কিছুই বলার দরকার নেই। এটাকে বড় ইস্যু বানানোর দরকারই নেই। সরকার তার কাজ করছে, আর খেলোয়াড়রা তাদের নিজেদের কাজ করুক।''
পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। এই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতের খেলা উচিত নয় বলে মতপ্রকাশ করেন অনেকে। সব মিলিয়ে ১৪ তারিখের ম্যাচের আগে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকমের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা কেমন হবে? ভারত কি সহজেই ম্যাচ জিতবে? কপিল বলছেন, ''এই দলটা বেশ ভাল। প্রথম ম্যাচটায় দারুণ জয় পেয়েছে। আমরা আশা রাখি এবার ট্রফিটা ঘরে নিয়ে আসবে ভারত।''
পাকিস্তানকে যদি স্পিন-অস্ত্রে ভারত ঘায়েল করে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ ভারতের স্পিনার ত্রয়ী ভাল ছন্দে রয়েছেন। আমিরশাহির বিরুদ্ধে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হন কুলদীপ যাদব। তিনি জানালেন লাইন–লেংথ ঠিক রেখে সাফল্য পেয়েছেন। কুলদীপের বক্তব্য, ‘বোলিং এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছি। ফিটনেসের জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের ট্রেনার অ্যাড্রিয়ান লেরুর। এই ম্যাচে আসলে সব কিছুই ঠিকঠাক হয়েছে। ক্রিকেটের এই ফরম্যাটে লেংথ খুব গুরুত্বপূর্ণ। ব্যাটার কী করতে চাইছে, সেটা বুঝতে পারাও জরুরি। এই দুটো ঠিকঠাক হওয়ায় উইকেট এসেছে।'’
কুলদীপকে থামানোর পরিকল্পনা নিশ্চয় করতে শুরু করে দিয়েছে পাকিস্তান শিবির। পাকিস্তান অবশ্য এশিয়া কাপে এখনও অভিযান শুরু করেনি। ১২ তারিখ ওমান ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ। তার পরই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: পুরনো 'শত্রু'র বিরুদ্ধে অবশেষে প্রতিশোধ নিলেন সৌরভ, জেনে নিন আসল ঘটনা ...
