আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের আগে সতর্কবার্তা মহম্মদ কাইফের। তিনি মনে করছেন তৃতীয় অলরাউন্ডার ছাড়া ভুগতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপজয়ী দলের উদাহরণ টেনে আনেন তিনি। কাইফ বলেন, 'তিনজন অলরাউন্ডার নিয়ে রোহিতের দল বিশ্বকাপ জিতেছে। অক্ষর, জাদেজা, হার্দিক - তারমানে বোলিংয়ে ছ'জন বিকল্প। আট নম্বর পর্যন্ত ব্যাটিং ছিল। এশিয়া কাপে মাত্র দু'জন অলরাউন্ডার আছে। ভারতকে নতুন উইনিং কম্বিনেশন খুঁজতে হবে। ওয়াশিংটন সুন্দরকে মিস করবে।'
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে গুরুত্বপূর্ণ সময় একাধিকবার জ্বলে ওঠেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। যা ভারতের ব্যাটিং এবং বোলিংয়ে গভীরতা বাড়ায়। কিন্তু টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে জাদেজা অবসর ঘোষণা করায়, বিকল্প কমে গিয়েছে। এশিয়া কাপে ওয়াশিংটন সুন্দরকে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। যার ফলে অলরাউন্ডার হিসেবে শুধুমাত্র হার্দিক এবং অক্ষর রয়েছে। এর ফলে নতুন উইনিং কম্বিনেশন খুঁজতে হবে ভারতীয় দলকে।
আগের দিন এশিয়া কাপে নিজের পছন্দের প্রথম একাদশ বেছে নেন মদনলাল। আসন্ন এশিয়া কাপে ভারতের ওপেনিং জুটি কী হবে? টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে, এটাই সবচেয়ে আলোচিত বিষয়। গত এক বছরে টি-২০ তে ওপেন করেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। কিন্তু তখন দলে ছিলেন না শুভমন গিল। এক বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। এশিয়া কাপে সূর্যকুমারের ডেপুটি তিনি। সুতরাং, পরিস্থিতি অনুযায়ী, অভিষেকের সঙ্গে গিলের ওপেন করার সম্ভাবনা বেশি। সঞ্জুকে হয়ত মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে। প্রাক্তন ভারতীয় তারকা মদনলাল ওপেনিংয়ে অভিষেক এবং শুভমনকে দেখতে চান। তিনি মনে করেন, বর্তমান দলে এটাই সেরা ওপেনিং জুটি। মদনলাল বলেন, 'অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। শুভমন গিল ইনিংস অ্যাঙ্কর করতে পারবে। সময় মতো হাত খুলে মারারও ক্ষমতা আছে। টি-২০ তে ওপেনিং খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ছয় ওভারে ওপেনাররা ম্যাচের টোন সেট করে দেয়। তারপর মাঝের ওভারে শুধু রান করে যেতে হয়। শেষ তিন থেকে চার ওভারে হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলের মতো বিগ হিটাররা দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।' বুধবার এশিয়া কাপে ভারতের অভিযান শুরু।
