আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরে অশনি সঙ্কেত দেখছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পঠান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের আরও সচেষ্ট হতে বলছেন। ইরফান পাঠান লিখেছেন, ''ভারতের মাটিতে সিরিজ জয়ের জন্য নিউজিল্যান্ডকে অভিনন্দন। টিম ইন্ডিয়াকে অনেকগুলো বিষয়ের দিকে নজর দিতে হবে। সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে। টেস্ট ফরম্যাটে নিজেদের প্রয়োগ করতে হবে। আগামী তিন মাস খুব গুরুত্বপূর্ণ।''

 বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের। মাত্র তিন দিনেই শেষ পুনে টেস্ট। শনিবার দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে। ব্যাক টু ব্যাক টেস্ট জিতে ২-০ তে সিরিজ পকেটে পুরে নিল কিউয়িরা। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল ভারতকে। ৪৩৩১ দিন পর ঘরের মাঠে লজ্জার হারের সাক্ষী থাকলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

 

?ref_src=twsrc%5Etfw">October 26, 2024

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৫৯ রান। কিন্তু ২৪৫ রানে শেষ টিম ইন্ডিয়ার ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাল নিউজিল্যান্ড।