আজকাল ওযেবডেস্ক: তাঁর সঙ্গে য়ুবরাজ সিংয়ের তর্কবিতর্কের ঘটনা সবারই মনে থাকার কথা। তার পরে ছয় ছক্কার ঝড় তুলেছিলেন পঞ্জাবতনয়। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ছক্কার বর্ষণ সবারই মনে টাটকা। 

এহেন অ্যান্ড্রু ফ্লিনটফ প্রায় মুখোমুখি হচ্ছিলেন ডব্লিউডব্লিউই-র ভয়ঙ্কর কুস্তিগির আন্ডারটেকারের। ডব্লিউডব্লিুউই-র সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল ইংল্যান্ডের প্রাক্তন তারকার। শেষ পর্যন্ত অবশ্য ফ্লিনটফ আর চুক্তি করেননি কুস্তি সংস্থার সঙ্গে। 

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরে ফ্লিনটফকে লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই চুক্তিতে রয়্যাল রাম্বল, রেসলম্যানিয়ায় অংশগ্রহণ-সহ আন্ডারটেকারের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও উল্লেখ ছিল। 

ট্রায়াল দিতে ফ্লিনটফ দু'সপ্তাহের জন্য ফ্লোরিডার অরল্যান্ডোতে ডব্লুডব্লুই পারফরম্যান্স সেন্টারেও গিয়েছিলেন। কিন্তু চুক্তিটা করলে তাঁকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থেকে যেতে হতো। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ফ্লিনটফের আর ডব্লিউডব্লিুউই-র রিংয়ে নামা হয়নি।