আজকাল ওয়েবডেস্ক: আরিয়ান থেকে অনয়া! লিঙ্গ বদল ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচের ছেলের। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার পদাঙ্ক অনুসরণ করা। ক্রিকেটার হতে চেয়েছিলেন। খেলা শুরুও করেন। কিন্তু বাধা সাধল লিঙ্গ পরিচয়। ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান। ছিলেন আরিয়ান, হয়ে গেলেন অনয়া। নিজেই সমাজমাধ্যমে সেই কথা জানিয়েছেন বাঙ্গারের মেয়ে। ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন তিনি। পরে অবশ্য সেটা মুছেও দেন। 

বর্তমানে ম্যাঞ্চেস্টারে থাকেন ২৩ বছরের অনয়া। ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তারপর 'হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি' হয়। গত ১০ মাস ধরে সেই প্রক্রিয়া চলেছে। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। একটি ভিডিও পোস্ট করেন অনয়া। সেখানে তাঁর খেলার ছবিও আছে। পাশাপাশি এমএস ধোনি, বিরাট কোহলির সঙ্গেও ছবি রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক আত্মত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করেছি। তবে ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা ছিল। নিজেকে নতুন করে চেনার। সেই যাত্রায় আমাকে প্রচুর লড়াই করতে হয়েছে। কিন্তু শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তে অটুট থেকেছি। আমি নিজেকে নিয়ে গর্বিত।' 

ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন বাঙ্গারের সন্তান। ইসলাম জিমখানা ক্লাবেও ভর্তি হন। পরে লন্ডনে পাড়ি দেন। ওখানে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন। কিন্তু লিঙ্গ পরিবর্তনের পর পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পরিত্যাগ করতে হয়েছে অনয়াকে। কারণ আইসিসির নিয়মে রূপান্তরকামীদের পেশাদার ক্রিকেট খেলার কোনও অধিকার নেই। মহিলা ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিয়ম তৈরি করা হয়েছে। ক্রিকেটের রুলবুক অনুযায়ী, বয়ঃসন্ধির আগে লিঙ্গ পরিবর্তন করলে, তবেই কোনও রূপান্তরকারীকে খেলার অনুমতি দেওয়া হবে। এর নিয়মের বিরুদ্ধেও সরব হন অনয়া। ক্রিকেটজীবন শেষ হয়ে যাওয়ার হতাশা থাকলেও, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার যাত্রায় সফল বাঙ্গারের মেয়ে। এবার নতুন পরিচয়ে বাঁচতে চান।