আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজয়ের পরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্বকাপ হাতে ঘুমোচ্ছেন। স্বপ্নের রাতে স্বপ্নপূরণের পরে ভারত অধিনায়ক ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর টি শার্টে লেখা, ''ক্রিকেট ইজ আ জেন্টলম্যান্স গেম (যেটা দাগ দিয়ে কাটা) এভরিওয়ান্স গেম।'' 

ভারত অধিনায়ক প্রমাণ করে দিলেন, এবার থেকে ক্রিকেট সবার খেলা। কোনও একটা পক্ষের মধ্যে তা সীমাবদ্ধ নয়। 

ভারতের মেয়েদের এই বিশ্বজয় দেখার পরে অনেকেই আবেগপ্রবণ। অনেকেই মনে করছেন এবার অন্তত জবাব দেওয়া গেল। 

২০১৭ বিশ্বকাপে হরমনপ্রীতরা জয়ের কাছাকাছি পৌঁছলেও জিততে পারেননি। লর্ডসে ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল ভারতের মেয়েদের। 

তার পরে কটাক্ষ উড়ে এসেছিল মহিলাদের দিকে। কেউ বলেছিলেন, তোমরা কী করলে? কখনও কী কিছু জিতেছো?  মেয়েরা কী করতে পারে? মেয়েরা কি আদৌ ক্রিকেট খেলতে পারে?  

পুরুষদের থেকেই উড়ে এসেছিল এমন সব কটাক্ষ। এ সবই চোখে দেখা পুণম রাউতের। সবই সয়েছেন তিনি। ২০১৭ সালের অন্যতম সদস্য ছিলেন তিনি। ওপেন করতে নেমে ১১৫ বলে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন পুণম। 

ভারত ৯ রান দূরে থেমে গিয়েছিল। সেই ক্ষতে প্রলেপ দিতে ভারতের লেগে গেল ৯ বছর। 

২০১৭ সালের সেই ফাইনালের তিন সদস্য ছিলেন এবারও। ২০২৫ সালের ফাইনালে হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা ও স্মৃতি মান্ধানা সেবারও ছিলেন এবারও রয়েছেন। 

পুণম বলেন, ''আমি অত্যন্ত খুশি এবং আবেগপ্রবণ হয়ে পড়েছি। চোখের জল আমি সংবরণ করতে পারিনি। এই দলকে অনেক অনেক অভিনন্দন। আমরা প্রমাণ করেছি। উত্তরটা অবশেষে দেওয়া গিয়েছে। আমি যখন ক্রিকেট খেলছি, তখন আমাকেও গালমন্দ করা হয়েছে। ছেলেরা আমাকে গালিগালাজ করেছিল। আমি ওদের বলেছিলাম, ক্রিকেট কীভাবে খেলতে হয় তা আমার জানা। কিন্তু আমাকে কটাক্ষ করতে ওরা ছাড়েনি। ওরা বলেছিল মেয়েরা ক্রিকেট খেলতে পারে না। ওরা যেসব কথা বলেছিল, তা আমার ভাল লাগেনি। আমার বয়স তখন কম ছিল। আমি রেগে গিয়েছিলাম। কিন্তু সেই সময়ে আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। তবে আমাকে আঘাত করেছিল ওই সব কথা।'' 

২০১৭ সালে ভারত ৯ রানে ম্যাচ হেরেছিল। সেই ক্ষতে প্রলেপ পড়েনি এখনও। পুণম রাউত বলে চলেন, ''আমরা ৯ রান তুলতে পারিনি। আমার মনে দীর্ঘকাল সেই দাগ ছিল।  কিন্তু হরমনপ্রীতরা করে দেখিয়েছে। সেই দুঃস্বপ্ন দূর করেছে।''

একদিন কটাক্ষ, উপহাস উড়ে এসেছিল মহিলা ক্রিকেটারদের দিকে, ২০২৫-এ এস সেই সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল।