আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ক্রিকেট দলের প্রশংসা করে লিখেছেন, দুর্দান্ত প্রদর্শন। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও তাঁর দলের প্রশংসা করেছেন।
শ্রীলঙ্কা দলকেও বিশেষ ধন্যবাদ দিয়েছেন শরিফ। তিনি বলেছেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের জন্য আমি আমাদের জাতীয় দলকে অভিনন্দন জানাই। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং তাঁর পুরো দলকে দুর্দান্ত প্রচেষ্টার জন্যও প্রশংসা করি। ক্রিকেটের ঐক্যবদ্ধ চেতনার এক অসাধারণ প্রদর্শন ছিল এটা। শ্রীলঙ্কার খেলোয়াড়দের আমার বিশেষ ধন্যবাদ। তাঁদের অংশগ্রহণ আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন।''
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছেন। শেহবাজ শরিফের মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''দ্বিপাক্ষিক সিরিজেই কেবল আপনারা পেশিশক্তির প্রদর্শন করতে পারেন।''
সাম্প্রতিক কালে পাকিস্তানের কোনও সাফল্য নেই। ২০১৭ সালে শেষ বার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তার পর থেকে যে টুর্নামেন্টেই পাকিস্তান অংশ নিয়েছে খালি হাতে তারা বাড়ি ফিরেছে। সেই তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জয় দেখে উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রী।
