আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে মুখ খুললেন ওয়াসিম আক্রম। এবারের এশিয়া কাপের প্রেক্ষিত ভিন্ন। ভারতের অনেকেই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা একেবারেই উচিত নয়। মনোজ তিওয়ারির মতো প্রাক্তন বাংলার ক্রিকেটার এশিয়া কাপ বয়কট করেছেন। এমন অবস্থায় আক্রম দুই দেশের ক্রিকেটারদের উদ্দেশে বলছেন, মাঠের বাইরের সব ঘটনা ভুলে ক্রিকেটারদের কেবল মাঠের খেলাতেই মন দেওয়া উচিত।
রবিবার এশিয়া কাপের সেরা বক্স অফিস। এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকেন সবাই। একসময়ে আক্রম এই ম্যাচ বহু খেলেছেন। তিনি বলছেন, ‘আনন্দ কর। এটা ক্রিকেট। এর বেশি কিছু নয়! এক দল জিতবে, আরেক দল হারবে। শুধু খেলা উপভোগ করে যাও। চাপ থাকবে, খেলার মধ্যে চাপ আসবেও। সেই চাপের ভিতরেও আনন্দ খুঁজতে হবে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নেহাতই একটা খেলা। এর বেশি কিছু নয়।''
দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হয়। ভারত-পাক ম্যাচ পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানেই গ্যালারি ভর্তি থাকে। তিনি নিজেও অনেক চাপ অনুভব করেছেন। ১৯৯৯ সালে হুমকি ছিল। তবুও দল নিয়ে আক্রম ভারত সফরে এসেছিলেন। তিনি নিজেও ম্যাচ উপভোগ করতেন। পুরনো দিনের স্মৃতি উসকে দিয়ে আক্রম বলছেন, ''ভারতের বিরুদ্ধে প্রতিটি ম্যাচ আমি উপভোগ করেছি।''
আরও পড়ুন: কোহলি নেই, সলমনদের তার ফায়দা তোলার আর্জি প্রাক্তন পাক অধিনায়কের
এবারের ভারত-পাক ম্যাচ নিয়ে কত গল্প তার ইয়ত্তা নেই। পাকিস্তানকে বয়কট করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব সুপার কিংস। এবার পালটা দিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজি। এটা ঘটনা, পহেলগাঁও হামলা ও অপারেশন ‘সিঁদুর’ এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা আরও বেড়েছে। এই দুই ঘটনার পর প্রথমবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত–পাক। ম্যাচকে ঘিরে রয়েছে উত্তেজনা।
ম্যাচের দু’দিন আগে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি। ওই পোস্টে ছবিতে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। ভারতের ববিবার রাত আটটায় খেলা রয়েছে এশিয়া কাপে। সেটাও পোস্টে রয়েছে। কিন্তু কাদের বিরুদ্ধে খেলা সেটা উল্লেখ নেই। ক্যাপশনে লেখা রয়েছে, ‘এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। লেটস গো।’ পোস্টটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত পাঞ্জাব ফ্রাঞ্চাইজি কমেন্ট সেকশন অদৃশ্য করে দেয়।
পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ভারতকে উহ্য রেখে দিয়েছে। এভাবে একটি কার্ডও তারা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। করাচি কিংসের পোস্টে কেবল রয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তিনি দাবার চাল দিতে তৈরি। কিন্তু তাঁর প্রতিপক্ষ হিসেবে তো কেউই নেই। ক্যাপশন হিসেবে লেখা, ‘গেম টু ফর মেন ইন গ্রিন। লেটস গো।’ এই পোস্টটিও ভাইরাল হয়ে যায়।
আক্রম চান এশিয়া কাপ জিতুক পাকিস্তান। তিনি বলেন, ''শুধু ভারতকে হারানোই নয়, এশিয়া কাপ জেতার লক্ষ্য নিয়ে খেলতে হবে।'' ভারত প্রথম ম্যাচ দুদ্দাড়িয়ে শুরু করেছে। আমিরশাহিকে একপ্রকার উড়িয়ে দিয়েছে। পাকিস্তানও তাই। হংকং-কে দাঁড়াতে দেয়নি। আক্রম বলছেন, ''ভারত-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ একপেশে হয়েছে। তবে ভারত-পাক ম্যাচ সেরকম হবে না।''
আরও পড়ুন: 'পাকিস্তান অতি সাধারণ দল,' ভারত-পাক মহারণের আগে দাবি প্রাক্তন ভারতীয় তারকার...
