আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাটে ভারতের অধোগতি দেখে খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
গত পাঁচ মাসে ভারত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। রোহিতের নেতৃত্বে ভারত হারিয়েছে কেবল বাংলাদেশকে।
টেস্ট ফরম্যাটের ভারতের এই অধঃপতন দেখে সৌরভ বলছেন, ''যেটা আমাকে সব চেয়ে অবাক করেছে, তা হল, গত চার-পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে ওর ফর্ম তলানিতে এসে ঠেকেছে। ওর মতো প্রতিভা এবং দক্ষতা সম্পন্ন ক্রিকেটার এর থেকে ঢের ভাল করতে পারে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে নিজের ফর্ম নিয়ে রোহিতের ভাবনাচিন্তা করা উচিত। ইংল্যান্ড সফর দারুণ কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার মতোই কঠিন হবে টেস্ট খেলা। বল সিমে পড়ে মুভ করবে। সুইং করবে বল। লাল বলে রোহিতকে ভাল করতে হবে। সাদা বলের ফরম্যাটে রোহিত অন্যতম সেরা।''
ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে সৌরভের সময়ে। মহারাজ চান তাঁর সময়ের দৃঢ়তা, কাঠিন্য ফিরে আসুক এই দলে। সৌরভ বলছেন, ''নেতৃত্ব সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, ফের বলছি, রোহিত শর্মা দুর্দান্ত একজন ক্যাপ্টেন। ভারতকে নেতৃত্ব দেওয়ার সময়ে আমি ওকে দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবেও ওকে দেখেছি। ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে আমি দলকে নেতৃত্ব দিয়েছি। ফলে আমি ক্যাপ্টেনের বৈশিষ্ট্য ধরতে পারি।''
