আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে লর্ডস টেস্ট হেরে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে ওল্ড ট্র্যাফোর্ডে জিততেই হবে। নয়তো সিরিজ হাত থেকে বেরিয়ে যাবে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সমান রান করে ভারত। চতুর্থ ইনিংসে লক্ষ্য শুভমন গিলদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু চতুর্থ দিনের শেষে চার উইকেট হারায় টিম ইন্ডিয়া। তাসত্ত্বেও ম্যাচ হাতের বাইরে যায়নি। পঞ্চম দিন ১৩৫ রান প্রয়োজন ছিল ভারতের। হাতে ছিল ৬ উইকেট। ক্রিজে ছিলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। জয়ের আশায় ছিল ভারত। কিন্তু শেষ দিনের প্রথম সেশনে চার উইকেট হারানোয় পাশা বদলে যায়।
লর্ডসে ভারতের হারের একাধিক কারণ খুঁজে বের করেন অজিঙ্ক রাহানে। তারমধ্যে উল্লেখযোগ্য প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান আউট। রাহানে বলেন, 'বেন স্টোকসের এক হাতে বল তুলে নন স্ট্রাইকারের দিকে ছোড়া অনবদ্য। একজন ফিল্ডারের একটু হালকাভাবে নেওয়া বা রিল্যাক্স করা স্বাভাবিক। লাঞ্চের আগে দুই, তিন বল বাকি থাকলে ফিল্ডাররা একটু রিল্যাক্সড হয়ে যায়। তবে ওর আচরণ একদম তীক্ষ্ণ ছিল। ওই মুহূর্তে রান আউট করা অনবদ্য। আমার মতে, এখানেই ম্যাচে ফেরে ইংল্যান্ড।'
১৯৩ রান তাড়া করতে নেমে শুরুতে যশস্বী জয়েসওয়ালের উইকেট হারালেও জয়ের লক্ষ্যে অবিচল ছিল টিম ইন্ডিয়া। তিনি মনে করেন, করুণ নায়ারের আউট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই প্রসঙ্গে রাহানে বলেন, 'একটা সময় মনে হয়েছিল, ভারত জিতে যাবে। ৪০ রানে মাত্র ১ উইকেট হারায়। কিন্তু করুণ নায়ারের এলবিডব্লু ভারত এবং ইংল্যান্ডের খেলার মোড় ঘুরিয়ে দেয়। ইংল্যান্ড দাপটের সঙ্গে ম্যাচে ফেরে। তারপর ভাল বল করা শুরু করে। অসম্ভব ভাল চারিত্রিক দৃঢ়তা দেখায় ওরা। আমরা টেস্ট ক্রিকেটে এটাই দেখতে চাই। ১১ জন ফিল্ডার একত্রিত হয়ে টেস্ট জয়ের জন্য ঝাঁপায়। ওদের আচরণ দেখে খুবই ভাল লেগেছে। ভারত ঘুরে দাঁড়ালেও, ইংল্যান্ডের যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। যেভাবে ম্যাচে ফিরে এসে টেস্ট জিতেছে, কৃতিত্ব দিতেই হবে।'
ঠিক কোন জায়গায় লর্ডস টেস্ট হারল ভারত? তার ব্যাখ্যা দেন তারকা ক্রিকেটার। রাহানে বলেন, 'প্রথম ইনিংসে কেএল এবং ঋষভের পার্টনারশিপ অনবদ্য ছিল। ওরা খুব ভাল ব্যাট করছিল। কিন্তু ভারতের ৭৫ থেকে ১০০ রান কম হয়েছিল। আমরা সবাই জানি, চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাট করা একটু কঠিন হয়। রান তোলে সহজ নয়। ইংল্যান্ড ভাল বল করছে। তবে আমার মনে হয়, প্রথম ইনিংসে ভারতের আরও বড় রান তোলা উচিত ছিল। আমার মতে, আরও একজন বাড়তি বোলার খেলানো উচিত। কারণ টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ জিততে ২০ উইকেট লাগে।' ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। রাহানের পরামর্শ কি নেবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক?
