আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্র্যাড হাডিন।

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের বল গড়াবে ২২ তারিখ। পারথের পিচ গতসম্পন্ন এবং বাউন্স নির্ভর হবে বলেই জানিয়ে রেখেছেন পিচ কিউরেটর। হাডিন বলছেন, অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসারদের সামলানোর মতো ব্যাটসম্যানই নেই  ভারতীয় দলে। 

একটি পডকাস্টে হাডিন ও অ্যারন ফিঞ্চ আলোচনায় বসেছিলেন। সেই সময়ে ফিঞ্চ বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ শক্তিশালী।  দু' দলের ওপেনাররাই শুরুতে সমস্যায় পড়বেন। 

ভারতীয়দের ব্যাটিং ক্ষমতা নিয়েই আশঙ্কা প্রকাশ করেন হাডিন। প্রথম টেস্ট ম্যাচে পারথে ভুগতে হবে ভারতের ব্যাটারদের। হাডিন বলছেন, ''আমাদের জোরে বোলারদের সামলানোর ক্ষমতাই নেই ভারতীয় ব্যাটারদের। জয়সওয়াল খুব ভাল প্লেয়ার। তবে ও আগে অস্ট্রেলিয়ায় আসেনি। পারথের বাউন্স সামলাতে পারবে কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। পারথে ওপেন করা কঠিন।'' 

অ্যারন ফিঞ্চ আবার হাডিন বিপরীত মেরুর বাসিন্দা। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারও একই রকম সমস্যায় পড়বে। ফিঞ্চ বলেছেন, ''আমার মতে অ্যালেক্স ক্যারি এবং ঋষভ পন্থ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই উইকেট কিপারের উপরে অনেককিছু নির্ভর করছে। কোনও এক সময়ে বা সিরিজে টপ অর্ডার দ্রুত ধসে যাবে। দু'দলেরই ফাস্ট বোলিং খুবই ভাল। টপ অর্ডারকে নক আউট করে দেওয়ার ক্ষমতা রয়েছে দু' দলের বোলারদের। আমার মতে, সাত নম্বরে অ্যালেক্স এবং ৬ নম্বরে ঋষভের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ক্যারি এবং পন্থ উভয়েই আগ্রাসী।''