আজকাল ওয়েবডেস্ক:‌ জমে উঠেছে ক্লাব বিশ্বকাপ। ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল চেলসিকে। খেলার ফল ৩–১। তবে চেলসি হারলেও জিতেছে বায়ার্ন মিউনিখ, বেনফিকা।


প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপে চমক দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলি। বোটাফোগোর কাছে বৃহস্পতিবার হেরে গিয়েছিল পিএসজি। শুক্রবার ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে ১৩ মিনিটে এগিয়ে গিয়েও জিততে পারল না চেলসি। ৩৩ বছর পর ইউরোপের কোনও ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল দক্ষিণ আমেরিকার কোনও ক্লাব। শেষ বার ১৯৯২ সালে বার্সেলোনার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিল সাও পাওলো। জয়ের ফলে শেষ ১৬য় জায়গা করে নিয়েছে ফ্ল্যামেঙ্গো।


ম্যাচে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ১৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো নেতো। প্রথমার্ধে এক গোলেই এগিয়েছিল চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্ল্যামেঙ্গোর একের পর এক আক্রমণের মুখে ভুল করতে শুরু করে ইপিএলের ক্লাবটি। ৬২ মিনিটে ফ্ল্যামেঙ্গোকে সমতা ফেরান ব্রুনো হেনরিক। ৩ মিনিট পর ফ্ল্যামেঙ্গোকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ডানিলো। চেলসির আরও সমস্যায় পড়ে যায় ৬৮ মিনিটে নিকোলাস জেকসন লাল কার্ড দেখায়। ১০ জনের চেলসিকে পেয়ে ৮৩ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ফ্ল্যামেঙ্গোর ওয়ালাস ইয়ান।


এদিকে, ক্লাব বিশ্বকাপের অন্য ম্যাচে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। অকল্যান্ড সিটিকে ৬–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেনফিকা। জোড়া গোল অ্যাঞ্জেল ডি মারিয়ার।