আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে বিরাট কোহলি শতরান করলেই ভারত ম্যাচ জেতে। ভারতীয় ক্রিকেটে এটা বেদবাক্য হয়ে গিয়েছে। কিন্তু শেষপর্যন্ত ভেঙে গেল এই প্রচলিত তথ্য। বুধবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উলাটপূরণ। প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শতরান করেন কোহলি। তাঁর ১০২ রান ভারতকে সাড়ে তিনশো রানের গণ্ডি পেরোতে সাহায্য করে। কিন্তু দুর্দান্ত টেম্পারামেন্ট বজায় রেখে রানের পাহাড় তাড়া করে জেতে প্রোটিয়ারা। ভেঙে যায় ভারতের সাত বছরের রেকর্ড। কোহলি শতরান করা সত্ত্বেও হারে ভারত।

এমন ঘটনা শেষবার সাত বছর আগে ঘটেছিল। ২০১৯ সালের মার্চে রাঁচিতে বিরাট শতরান করা সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেই ম্যাচে কোহলি ১২৩ রান করে। তার আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৭ রান করেন কোহলি। কিন্তু ভারত ম্যাচ হারে। তারপর ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ সালে কোহলির শতরান সত্ত্বেও ম্যাচ হেরেছিল ভারত। কিন্তু ২০১৯ সালের মার্চ মাসের পর থেকে এমন ঘটনা বিরল। রায়পুর ম্যাচের আগে পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ১১টি শতরান করেন কোহলি। প্রতিবারই জেতে ভারত। ৫৫ ইনিংসে তাঁর রান ২৮৩৪। গড় ৬৭.৪৭। 

একদিনের ক্রিকেটে অন্যতম সেরা ম্যাচ উইনার বিরাট কোহলি। ৫৩ শতরানের মধ্যে ৪৪টি সেঞ্চুরিতে জিতেছে ভারত। তারমধ্যে ২৪টি একশো রান তাড়া করার সময়। যা তাঁকে 'চেজমাস্টার' করে তুলেছে। রান তাড়া করে ৬০৭২ রান করেন। গড় ৮৯.২৯। চলতি বছর ১২টি একদিনের ম্যাচ খেলেন কোহলি। ৫৮৬ রান করেন। গড় ৫৮.৬০। স্ট্রাইক রেট ৯২.৭২। তাতে রয়েছে তিনটে শতরান, তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৩৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুই ম্যাচেই শতরান করেন কোহলি।