আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটের ইতিহাসে এক অদ্ভুত রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার মিলিন্দ কুমার। একদিনের ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার যে ১৫৫ রানে ইনিংস শেষ করলেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১১০ বলে ১৫৫ রান করেন তিনি। এর আগে একদিনের ক্রিকেটে ১৫০ থেকে ১৫৯ রান মোট ৬৩ বার হয়েছে। কিন্তু কেউ ১৫৫ করেনি। মিলিন্দই প্রথম। ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে, ৪৭৭৩ একদিনের ম্যাচ খেলা হয়েছে। ১৯৭১ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক থেকে এখনও পর্যন্ত এই রান কেউ করতে পারেনি। এদিন ১৫৫ রান করে এই অভিনব নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।
ব্যাট হাতে যথেষ্ট ভাল রেকর্ড রয়েছে মিলিন্দের। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় প্রায় ৫০। তারমধ্যে অধিকাংশই ভারতে প্রতিযোগিতামূলক ক্রিকেট। রঞ্জি ট্রফিতে দিল্লি এবং সিকিমের হয়ে খেলেছেন। ২০১৮-১৯ রঞ্জি মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ১৩৩১ রান করেন মিলিন্দ। দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরও অঙ্গ ছিলেন। দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র দলে ছিলেন ৩৩ বছরের ব্যাটার। সুপার এইটে উঠে বিশ্বক্রিকেটকে চমকে দিয়েছিল ইউএসএ। এদিন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু স্টেজে ১৫৫ রান করেন মিলিন্দ। তাঁর রানে ভর করে ৪ উইকেটে ৩৩৯ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ম্যাচ জেতে। টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যা নেদারল্যান্ড, স্কটল্যান্ডের মতো দলের আগে। কানাডার থেকে মাত্র দু'পয়েন্ট পিছিয়ে। তবে তিনটে ম্যাচ কম খেলেছে ইউএসএ। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনের একটা সুযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে।
