আজকাল ওয়েবডেস্ক: বড় সমস্যায় দক্ষিণ আফ্রিকা। রোজ বোলে তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী প্রোটিয়ারা। গোদের ওপর বিষফোঁড়া। স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়তে হয়। লক্ষ্য থেকে এক ওভার কম থাকায়, দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, ওভার প্রতি প্লেয়ারদের ৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। আইসিসির একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'নিজের ভুল মেনে নিয়েছেন তেম্বা বাভুমা। শাস্তিও গ্রহণ করে নিয়েছেন। তাই কোনও আনুষ্ঠানিক হিয়ারিংয়ের প্রয়োজন হয়নি।'
একদিন আগেই লজ্জার মুখোমুখি হতে হয় দক্ষিণ আফ্রিকাকে। একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় হার। ইংল্যান্ডের বিশাল ৪১৫ রানের জবাবে মাত্র ৭২ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৩৪২ রানে হার। মাত্র ২০.৫ ওভারে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে একটুর জন্য সর্বনিম্ন রানের রেকর্ড ভাঙার হাত থেকে রেহাই পায় প্রোটিয়ারা। এর আগে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৯ রানে আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জেকব বেথেল এবং জো রুটের শতরানে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। তারপর বল হাতে দুরন্ত জোফ্রা আর্চার। ১৮ রানে ৪ উইকেট তুলে নেয়। এদিন হারলেও আগেই ২-০ তে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজের শুরুতে এই বড় হার তাঁদের চিন্তায় ফেলে দিয়েছে।
একদিনের ক্রিকেটে শোচনীয় অবস্থা ২০১৯ বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৩ বিশ্বকাপ থেকে ২১ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জিতেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তারপর ভারতের কাছে সিরিজ হার। একমাত্র সাফল্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটা অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের প্রথম সিরিজ ছিল। আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে ইংল্যান্ড।এইভাবে চলতে থাকলে, সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেতে সমস্যা হবে। বর্তমানে আফগানিস্তানের থেকে চার পয়েন্ট পিছিয়ে। একনম্বরে থাকা ভারতের থেকে ৩৭ পয়েন্ট পিছিয়ে। ২০২৭ বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। যার ফলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে। কোয়ালিফায়িং রাউন্ডে খেলতে হবে নামিবিয়াকে। দু'জন আয়োজক দেশ এবং প্রথম আট দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে।
