আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল আফ্রিকার দেশ ঘানা। এই নিয়ে পাঁচ বার বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করল ঘানা।
আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে ঘানা ১–০ গোলে হারিয়ে দেয় কোমোরোসকে। এটিই গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ছিল। ১০ ম্যাচে ২৫ পয়েন্টে শেষ করল তারা। আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলবে তারা।


এই নিয়ে মোট ২১টি দেশের টিকিট পাকা হল বিশ্বকাপে। আয়োজক দেশ হিসাবে কানাডা, মেক্সিকো, আমেরিকা খেলবে। আফ্রিকা থেকে ঘানা ছাড়াও যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া। এশিয়া থেকে টিকিট পেয়েছে উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, ইরান, জাপান। এর মধ্যে জর্ডন এবং উজবেকিস্তান এই প্রথম বিশ্বকাপে খেলবে। লাতিন আমেরিকা থেকে জায়গা পেয়েছে আর্জেন্তিনা, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া। ওশেনিয়া থেকে খেলবে নিউজিল্যান্ড। ইউরোপ থেকে এখনও কোনও দল যোগ্যতা অর্জন করেনি। সেখান থেকে সরাসরি ১৬টি দল যোগ্যতা অর্জন করবে।


সব মিলিয়ে ২১টি দেশের খেলা নিশ্চিত হল ২০২৬ বিশ্বকাপে। এখনও বাকি ২৭টি জায়গা। এই ২৭টি জায়গার জন্য এখনও লড়াইয়ে রয়েছে ৭৬টি দেশ। ১১২টি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে বিশ্বকাপ মূলপর্বের লড়াই থেকে। 


প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দেশের। এর আগে এত দেশ একসঙ্গে বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি।