আজকাল ওয়েবডেস্ক: উরুগুয়ের জাতীয় দলে খেলা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফ্রেডেরিকো ভালভার্দের গোলার মতো শটে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। বার্সার থেকে চার পয়েন্ট পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিরুদ্ধে পরাজয়ের পর এদিনও ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ।
তবে ভালভার্দের অসাধারণ শটে হার বাঁচাতে হল লস ব্ল্যাঙ্কোসদের। রিয়াল মিডফিল্ডারের গোলার মতো শট দিক পরিবর্তন করে গোলপোস্টের ওপরের কোণে আছড়ে পড়ে। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, ‘ফেডের এমন শট মারার ক্ষমতা আছে। অনুশীলনেও এমন একটা শট মেরেছে যা দেখে মনে হয়েছে বাইরে চলে যাবে, কিন্তু হঠাৎ ঘুরে গেল। প্রতি সপ্তাহে অনুশীলনে এক-দুবার এমন গোল করে থাকেই’।
বৃহস্পতিবার রেঞ্জার্সকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে বিলবাও। সাসপেনশনের জন্য এদিনের ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। তবে স্ক্রিনে এমবাপ্পেকে দেখানো হলে দর্শকদের ঠাট্টার মুখে পড়তে হয় ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। ম্যাচের পর রিয়াল কোচ কার্লো অ্যান্সেলত্তি বলেন, ‘ জয়সূচক গোল করে ভালভার্দে এই ম্যাচে মূল ভূমিকা পালন করেছে’। কষ্টার্জিত জয় পেলেও লা লিগার দৌড়ে এখনও টিকে রইল রিয়াল। চার পয়েন্ট পিছনে হলেও বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভিনিসিয়াসরা।
