আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা চলছেই। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই এই ম্যাচের পক্ষে নয়। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচটা হবেই। এবার এই ম্যাচের বিরুদ্ধে পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দিবেদীর বাবা সঞ্জয় দিবেদী। জানিয়ে দেন, তিনি চান না এই ম্যাচ হোক। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের আর্জি জানান। জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ভারত সরকার। ক্রীড়াক্ষেত্রেও সম্পর্কচ্যুত করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেটা মনে করিয়ে দিলেন জঙ্গিহানার মৃতের বাবা। সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দিবেদী বলেন, '২২ এপ্রিল ২০২৫ এ আমাদের দেশের ২৬ জন নির্দোষ পর্যটককে মেরে ফেলে পাকিস্তান। ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানাই। মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।' 

কয়েকদিন আগেই এই প্রসঙ্গে মন্তব্য করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কেন্দ্রীয় সরকার তাঁদের কোনও দেশের বিরুদ্ধে না খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। পাহেলগাঁও জঙ্গিহানার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এই তালিকায় ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগরা। লেজেন্ডস ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল বয়কট করে ভারতের কিংবদন্তিদের দল। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। কিন্তু বোর্ড সচিব জানিয়ে দেন, ম্যাচ হবে।

নতুন একটি পলিসির কথা তুলে ধরেন। আগস্টে ক্রীড়াক্ষেত্রে দুই দেশের অ্যাথলিটদের মুখোমুখি হওয়া নিয়ে একটি নির্দেশিকা জারি হয়। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিন্যাশনাল ইভেন্টে পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। কিন্তু দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ‌ হবে না। সাইকিয়া বলেন, 'কেন্দ্রীয় সরকার যা ঠিক করবে, আমাদের সেটা মেনে চলতে হবে। বর্তমানে মাল্টিন্যাশনাল এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের সঙ্গে যেসব দেশের সম্পর্ক ভাল না, তাঁদের বিরুদ্ধে খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। যেকোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে সবকটা ম্যাচ খেলতে হবে ভারতকে। এশিয়া কাপ মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট। এশিয়া উপমহাদেশের দল রয়েছে। তাই আমাদের খেলতেই হবে। একইভাবে আইসিসি টুর্নামেন্টেও খেলতে হবে। কিন্তু আমরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।' এশিয়া কাপের এই ম্যাচকে কেন্দ্র করে এখনও বিতর্ক অব্যাহত। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বড় জয় দিয়ে অভিযান শুরু করে ভারত। ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে টি-২০ ক্রিকেটে নয়া নজির গড়েন অভিষেক শর্মা। প্রবেশ করেন রোহিত শর্মাদের তালিকায়। পাকিস্তান ম্যাচেও নজর থাকবে বাঁ হাতি তরুণ ওপেনারের দিকে।