আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে বাইকে ছেলেকে নিয়ে অনুশীলনে পৌঁছে দিতেন। ছেলের ক্রিকেট তারকা হয়ে ওঠার পিছনে এতটাই অবদান বাবার। সেই বাবা বলছেন তাঁর ভুবনবিখ্যাত ছেলে রবিচন্দ্রন অশ্বিন অপমানিত, অসম্মানিত হয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার অব্যবহিত পরেই অশ্বিন অবসর ঘোষণা করেন। আচম্বিতে নেওয়া তাঁর এই সিদ্ধান্তে হতবাক সবাই। অশ্বিনের বাবা রবিচন্দ্রনও অবাক হয়েছেন ছেলের এহেন সিদ্ধান্তে। সেই তিনিই এক সংবাদমাধ্যমকে বলেছেন, ''অবসর গ্রহণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের ইচ্ছায় অবসর নিয়েছে। আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইনি কোনওদিন। কিন্তু যেভাবে ও অবসর নিয়েছে, তার পিছনে একাধিক কারণ থাকতে পারে। সেটা একমাত্র অশ্বিনই জানে। অসম্মানিত হওয়ায় হয়তো ক্রিকেট ছাড়ল।''
এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ''হাঁটু সমস্যা অশ্বিনকে বিড়ম্বনায় ফেলেছিল। অবসর নিয়ে চিন্তাভাবনা শুরুও করেছিলেন। অশ্বিনের ঘনিষ্মহল বলছে, অস্ট্রেলিয়া যাওয়ার আগেও,তিনি মানসিক দিক থেকে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন। কিন্তু শেষ চেষ্টা একটা করেছিলেন। কারণ অস্ট্রেলিয়া সফরের পরে ভারতের লাল বলের ফরম্যাটে সামনে আর কোনও খেলা নেই। তাই পারথের বিমানে ওঠার পরে তাঁর পরিবার এবং বন্ধুরা আশা করেছিলেন যে সিরিজ শেষ করবেন অশ্বিন। বাবা রবিচন্দ্রন বক্সিং ডে এবং নববর্ষের টেস্ট দেখার জন্য বিমানের টিকিট বুকও করে ফেলেছিলেন। মঙ্গলবার রাতে অশ্বিন তাঁদের জানান যে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে তাঁর শেষ দিন।''
ছেলেই যখন খেলবেন না তখন আর অস্ট্রেলিয়া গিয়ে কী করবেন বাবা।
