আজকাল ওয়েবডেস্ক:‌ ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেই শেষ পাকিস্তান দলের কোনও আইসিসি ট্রফি জয়। তারপর থেকে শুধুই ব্যর্থতা। এদিকে, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারানোর পর যেন নতুন করে জেগে উঠেছে পাকিস্তান। 


রবিবারের জয়ের পর সরফরাজ বলেছেন, ‘সরফরাজ কখনও ঠকায় না।’ তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁকে ঘিরে আরও ভাল কিছুর স্বপ্ন দেখছেন। তাঁদের কেউ কেউ চান আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন অধিনায়ককে। সলমন আলি আঘার দলের মেন্টর হিসাবে সরফরাজকে দেখতে চান নেটিজেনদের অনেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে সরাসরি প্রস্তাব দিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, টি–টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।


২০১৯ সালের একদিনের বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের ম্যাচে ভারতের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়িয়ে হাই তুলতে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় প্রশ্ন উঠেছিল তাঁর মানসিকতা নিয়ে। জানা গিয়েছিল, বিরতিতে বিরিয়ানি খেয়েই হাই তুলে ফেলেছিলেন সরফরাজ।


এটা ঘটনা, অধিনায়ক হিসাবে ২০০৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন সরফরাজ আহমেদ। দু’বারই ফাইনালে তাঁর দল হারিয়েছিল ভারতকে। রবিবার তাঁর কোচিংয়ে ভারতকে হারিয়েই অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। গত নভেম্বরেই পিসিবি কর্তারা অনূর্ধ্ব–১৯ এবং ‘এ’ দলের পূর্ণ দায়িত্ব দিয়েছেন সরফরাজকে। তার দু’মাসের মধ্যেই দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন এশিয়া কাপে।


এবার নতুন ভূমিকায় দেখা যাবে সরফরাজকে। সময় দেবে উত্তর। 

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এখনও অবধি ২০২৫–২০২৭ সার্কেলে ভারত খেলেছে ৯ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২–২ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারতে হয়েছে। আর এরপরেই পয়েন্ট তালিকায় পিছতে শুরু করেছেন শুভমান গিলরা।

আর এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জেতার পর টম ল্যাথামদের আগে রয়েছে শুধু অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। উল্লেখ্য, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়।