আজকাল ওয়েবডেস্ক: বাবর আজমকে বাদ দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন ফখর জামান। খারাপ ফর্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। এবার বাবরের পাশে দাঁড়ালেন তাঁর সতীর্থ। বিরাট কোহলির প্রসঙ্গ টেনে পিসিবিকে তুলোধোনা করেন ফখর। দাবি করেন, আড়াই বছর ফর্মের ধারেকাছে না থাকা সত্ত্বেও বিরাট কোহলিকে দল থেকে বাদ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তারকা ক্রিকেটারের পাশেই ছিল বিসিসিআই। কিন্তু পাকিস্তানের ব্যাটার মনে করেন, বাবরকে বাদ দেওয়ায় একটা নেতিবাচক বার্তা যাবে। নিজের এক্স হ্যান্ডেলে ফখর বলেন, 'বাবর আজমের বাদ পড়া চিন্তার। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে যখন বিরাট কোহলি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাঁকে বসিয়ে দেওয়া হয়নি। ওর গড় ১৯.৩৩, ২৮.২১, ২৬ .৫০ থাকাকালীনও ওকে বাদ দেওয়া হয়নি। পাকিস্তানের সেরা ব্যাটারকে বাদ দিলে একটা নেতিবাচক বার্তা দলের মধ্যে ছড়িয়ে পড়বে। এখনও প্যানিক বাটন টেপার সময় হয়নি। আমাদের সেরা প্লেয়ারদের নীচু না করে, তাঁদের পাশে দাঁড়াতে হবে।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং টেস্টে ইনিংস হারের পর পাকিস্তান দলের খোল-নলচে বদলে ফেলতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে নির্বাচক মণ্ডলীও বদলে ফেলা হয়। যোগ দিয়েছেন আলিম দর, আকিব জাভেদ এবং আজহার আলী। বাবরের পাশাপাশি বাদ পড়েন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। চলতি মাসের শুরুতে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন বাবর। তাঁর অধিনায়কত্বে কোনও মেজর টুর্নামেন্ট জেতেনি পাকিস্তান। গত বছর এশিয়া কাপে সুপার ফোর পর্ব থেকে বিদায় নেয় দল। তারপর একদিনের বিশ্বকাপের নক আউট পর্বে যেতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়েন বাবর। টি-২০ তে অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু মাত্র একটা সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ এ হারার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। তারপর আবার সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয় বাবরকে।
