আজকাল ওয়েবডেস্ক:‌ বিবাহবিচ্ছেদের মামলা চলছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার স্বাতী বোরা ও তাঁর স্বামী কবাডি প্লেয়ার দীপক নিবাস হুডার। তার মধ্যেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। যদিও সেই ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি। ক্যামেরায় ধরা পড়া ভিডিওয় দেখা গেছে, হরিয়ানার হিসারে এক থানায় বসে রয়েছেন স্বাতী ও তাঁর স্বামী। ঘটনাটি ১৫ মার্চের। স্বাতীর দাবি, যৌতুকের দাবিতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন স্বামী। তিনি থানায় অভিযোগও জানান। ভিডিওয় দেখা গেছে, থানায় বসে থাকাকালীন আচমকাই স্বামীর উপর হামলে পড়েছেন স্বাতী। গলায় আঘাত করছেন। পরিবারের সদস্যরা দু’‌জনকে ছাড়িয়ে নিয়ে গেলেও দু’‌জনের মধ্যে তর্কাতর্কি হয় প্রচুর।


থানায় ভিতর এরকম ঘটনা ঘটায় অবাক হয়ে যায় পুলিশও। প্রসঙ্গত, বোরা আগেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 


২০২২ সালে দু’‌জনের বিয়ে হয়েছিল। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই অর্জুন পুরস্কার জয়ী হুডার সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে স্বাতীর। 


প্রসঙ্গত, ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন হুডা। কিন্তু হেরে যান। তারপর থেকেই স্বামী–স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে।
২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় কবাডি দলের সদস্য ছিলেন হুডা। ২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। প্রো কবাডি লিগেও খেলেছেন তিনি।