আজকাল ওয়েবডেস্ক: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শুরুটা জয় দিয়ে হলেও, দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে। সেই হারের কাটাছেঁড়া করতে নেমে গলদ খুঁজে বের করলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন তারকার মতে, প্রথম দুটো টি-২০তে সঠিকভাবে ব্যবহার করা হয়নি অক্ষর প্যাটেলকে। বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোইয়ের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে তাঁকে খেলানো হলেও, এখনও পর্যন্ত ঠিকভাবে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় ম্যাচে উইকেট থেকে সাহায্য পায় স্পিনাররা। এই অবস্থায় মাত্র এক ওভার বল করানো হয় অক্ষরকে দিয়ে। এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মঞ্জরেকর। এটাকে সরাসরি সূর্যকুমার যাদবের ভুল বলে ব্যাখ্যা করলেন। মঞ্জরেকর বলেন, 'আমরা অক্ষর প্যাটেলকে নিয়ে কী করছি? ওকে কেন খেলানো হচ্ছে? এই বিষয়ে স্বচ্ছতা দরকার। ডারবানের পর এখানেও মাত্র এক ওভার বল দেওয়া হল। সাত উইকেটের মধ্যে ছয় উইকেটই স্পিনারদের দখলে। সেখানে ওকে দিয়ে মাত্র এক ওভার বল করানো হল। আমার মতে ওকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। দলে তিন স্পিনার খেলিয়েও তাঁদের কাজে লাগানো যাচ্ছে না। ব্যাটিং ব্যর্থতা নিয়ে আমি বিশেষ ভাবছি না। তবে অক্ষরকে দিয়ে বল না করানো সূর্যর ভুল।'
মঞ্জরেকরের সঙ্গে একমত আকাশ চোপড়া। তিনি জানান, শুরুতে স্পিনারদের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়ছিলেন ট্রিস্টান স্টাবস। অক্ষরকে দিয়ে আরও কয়েক ওভার বল করালে হয়তো ভারতের পক্ষেই যেত। আকাশ চোপড়া বলেন, 'ট্রিস্টান স্টাবস প্রথমদিকে স্পিনারদের বিরুদ্ধে একটু নড়বড়ে ছিল। লেন্থ বলে সমস্যায় পড়ছিল। ও কোয়ালিটি প্লেয়ার, সেটা শেষপর্যন্ত প্রমাণ করেছে। কিন্তু জেরাল্ড কোয়েৎজে সবাইকে অবাক করেছে। আমার মনে হয় এর জন্য নিলামে ওর দর আরও দেড় থেকে দু'কোটি বেড়ে গেল।' বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট নেওয়া সত্ত্বেও দ্বিতীয় টি-২০ হারে টিম ইন্ডিয়া। চার ম্যাচের সিরিজ ১-১ করে দক্ষিণ আফ্রিকা। বুধবার তৃতীয় ম্যাচ।
