আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে। সিরিজ বাঁচানোর লড়াই ভারতের সামনে। আকাশদীপ পিঠের চোটের জন্য খেলতে পারবেন না সিডনিতে। এই পরিস্থিতিতে ভারতের ব্যাটিং পজিশন বদলানোর পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। বিরাট কোহলি চার নম্বরেই ব্যাট করেছেন এই চারটি টেস্টে। সিডনি টেস্টে কোহলিকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামার পরামর্শ দেন বাসিত।
অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে প্রতিবার আউট হচ্ছেন কোহলি। পাকিস্তানের প্রাক্তন তারকা মনে করছেন, এক ধাপ নিচে ব্যাট করতে নামলে উপকৃত হবেন কোহলি স্বয়ং।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলিকে বলতে শোনা গিয়েছে, ''ভারতীয় দলের এখন নীতীশ কুমারকে চার নম্বরে পাঠানো উচিত। বিরাচট কোহলি পাঁচে। চার নম্বরে নেমে রান পাচ্ছে না বিরাট। একই শট খেলে আউট হয়ে যাচ্ছে ও। যদি পারফর্ম করতে না পারো, তাহলে নীচের দিকে নেমে যাওয়াই উচিত। রোহিত আগেও নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে এনেছে। কিন্তু কোহলির কথা কেউ বলছে না।''
লোকেশ রাহুল ওপেন করতে নেমে ভাল রান পাওয়ায় রোহিত শর্মা নিজের ব্যাটিং পজিশন বদলান। মিডল অর্ডারে নেমে আসেন তিনি। কিন্তু বিরাট কোহলির ব্যাটিং পজিশনে কোনও পরিবর্তন নেই। এই প্রসঙ্গে বাসিত বলছেন, ''বিরাট কোহলিকে সবাই ভয় পায়। তাই ওর ব্যাটিং অর্ডার বদলানোর কথা কেউ বলছেন না।''
রাহুল দ্রাবিড় কোচ থাকলে এমন পরিস্থিতিতে পড়তে হত না বলবেই মনে করেন বাসিত। কোহলির ব্যাটিং পজিশন পরিবর্তন করার মতো সাহস নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের প্রাক্তন তারকা বলছেন,''এই দলে দ্রাবিড়ের অভাব অনুভূত হচ্ছে।''
