আজকাল ওয়েবডেস্ক: বয়কট নাটক নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলী কার্তিকের। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ না খেলার হুমকি দেয় পাকিস্তান। ম্যাচের আগে হোটেল সময় মতো ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা। টসে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পর্যন্তও হোটেলেই ছিল পাকিস্তান দল। যার ফলে এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। এই ঘটনাকে 'বাচ্চাসুলভ' অ্যাখ্যা দেন কার্তিক। কোনওভাবেই মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন তারকা। কার্তিক বলেন, 'যদি তোমরা একটা সিদ্ধান্ত নিতে চাও, নিতেই পারো। তবে কেউ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা মানতে হয়। সেই জেদ, প্রতিজ্ঞা থাকা দরকার। যেই জানা গেল, না খেললে আর্থিক ক্ষতি হতে পারে, সিদ্ধান্ত বদলে ফেলা হল। এমনকী আজকাল কেজির ছেলেমেয়েরা এমন আচরণ করে না। তাই এটা বেশ মজাদার। এই নাটকের কোনও কারণই নেই। এর ফলে খেলাটা এক ঘণ্টা পিছিয়ে গেল। পাকিস্তানের সমর্থকরা, বাচ্চারা যারা ম্যাচটা দেখতে চেয়েছিল, স্কুলের দিনও তাঁদের বেশি রাত পর্যন্ত জেগে থাকতে হয়।'
হ্যান্ডশেক বিতর্কে অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পহেলগাঁও জঙ্গিহানার জেরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি তোলে পিসিবি। কিন্তু কর্ণপাত করেনি আইসিসি। পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচেও তাঁকে ম্যাচ রেফারি রাখা হয়। তাতেই খোঁচে যায় পিসিবির কর্তারা। আরব আমিরশাহি ম্যাচ না খেলার হুমকি দেয় পাকিস্তান বোর্ড। টুর্নামেন্টের মাঝে নাম প্রত্যাহার করার কথা জানানো হয়। শেষপর্যন্ত সেই ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয় পাইক্রফটকে। তারপর কিছুটা বরফ গলে।
ভারত-পাকিস্তান ম্যাচে 'হ্যান্ডশেক কাণ্ড' নিয়ে তোলপাড় বিশ্ব ক্রিকেট। রবিবার রাতের মহারণে দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে করমর্দন করেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। সেই নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অনেক দূর জল গড়িয়েছে। শোনা গিয়েছিল, এমন বিরূপ পরিস্থিতিতে এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান। তবে সেটা হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচের পর পিসিবির সভাপতি এবং বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'আমার দেশের সম্মানের থেকে বেশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নয়।' এশিয়া কাপ নিয়ে একের পর এক বিতর্ক অব্যাহত।
