আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে পাকিস্তানের বিরুদ্ধেই টেস্ট সিরিজে ফিরছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। হ্যান্ড্রেড টুর্নামেন্ট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্টোকস। তার ফলে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি। এবার অ্যাওয়ে সিরিজ পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন অলি পোপ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে স্টোকস ফিরছেন অধিনায়ক হিসেবে।
বুধবারই স্টোকসের হ্যামস্ট্রিংয়ের চোটের জায়গায় স্ক্যান হয়েছে। রিপোর্ট পজিটিভ। তাই স্টোকসকে নিয়ে আশা বেড়েছে ইংল্যান্ড শিবিরে।
আগামী সপ্তাহেই পাকিস্তান উড়ে যাবে ইংল্যান্ড দল। খেলবে তিন টেস্ট। যার প্রথমট ৭ অক্টোবর শুরু মুলতানে। ইসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইংল্যান্ড পুরুষ দলের অধিনায়ক বেন স্টোকসের হ্যামস্ট্রিংয়ে যে চোট লেগেছিল, সেই জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট পজিটিভি। খুব দ্রুত সুস্থ হচ্ছেন স্টোকস। পাকিস্তানের বিরুদ্ধে স্টোকসের খেলার বিষয়ে দল আশাবাদী।’ তবে মাঠে নামলেও হয়ত বোলিং করবেন না স্টোকস। শুধু ব্যাটিংয়েই ফোকাস করবেন। স্টোকস নিজেও বলেছেন, ‘বোলিং করাটা এখন বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে। সবে সুস্থ হচ্ছি। জিম শুরু করেছি। আপাতত ব্যাটিংয়েই থাকতে চাই।
